শেরপুর নিউজ: বাংলাদেশের অর্জনগুলো নস্যাৎ করতে দেশি ও আন্তর্জাতিক গভীর ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে। যারা জাতির পিতাকে হত্যা করেছে। তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে গভীর ষড়যন্ত্র করবে- এটাই স্বাভাবিক। আমরা যে অর্জনগুলো করেছি সেগুলো যেন নস্যাৎ হয় সেটাই তারা চায়। তাদের এই ষড়যন্ত্র চলতেই থাকবে। কিন্তু ভবিষ্যতে জনগণের ভাগ্য নিয়ে কেউ যেন আর ছিনিমিনি খেলতে না পারে সেদিকে সবাইকে নজর দিতে হবে।
বুধবার (১৭ মে) সকালে ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গণভবনে শুভেচ্ছা জানাতে আসা দলের নেতারা শুভেচ্ছা জানাতে এলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় নেতাসহ দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় তিনি আরো বলেন, সৎ উদ্দেশ্যে কাজ করলে যে কোনো জায়গাতেই সফলতা নিয়ে আসা সম্ভব হয়, সেটা মেনেই আমি কাজ করি। দেশের মানুষের উন্নত জীবন নিশ্চিত করাই আমার বড় লক্ষ্য।
জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একমাত্র আওয়ামী লীগই মানুষের কল্যাণের কথা চিন্তা করে, বাকিরা লুটেরার দল। তারা এদেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে না। সেটা মাথায় রাখতে হবে। ঐ সন্ত্রাসের দল, খুনীর দল, যুদ্ধাপরাধীদের দল- এরা যেন আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। সেদিকে সবাইকে নজর দিতে হবে। এই অনুরোধটাই আমি সবার প্রতি রাখছি।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, যারা ভোট চোর ছিল, রীতিমতো ভোট ডাকতি করত তারাই এখন গণতন্ত্র চায়, ভোটের অধিকারের কথা বলে। যাদের জন্মই হয়েছে অবৈধভাবে, আজকে তাদের কাছে শুনতে হয় এসব কথা। যাইহোক এগুলো মাঠের কথা মাঠেই থাকবে, আমরা জনগণের সঙ্গে থাকবো, জনগণের পাশে থাকবো।