শেরপুর নিউজ ডেস্কঃ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালকে পাঁচশ’ শয্যা থেকে এক হাজার শয্যায় উন্নীত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব রওনক আফরোজের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনটি বুধবার জারি করা হলেও এটি জানা যায় বৃহস্পতিবার।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, এ হাসপাতালটি পাঁচশ’ শয্যা বিশিষ্ট হলেও প্রতিদিন গড়ে আট থেকে নয়শ’ রোগী থাকে। রোগীদের খাবার পাঁচশ’ হওয়ায় বাকি রোগীদের খাবার সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। এ জন্য হাসপাতালটিকে এক হাজার শয্যায় উন্নীত করার জন্য আমরা স্বাস্থ্য ও অর্থ আবেদন জানিয়েছিলাম।
তিনি আরও বলেন, হাসপাতালের নতুন ভবনটি আটতলার ভিত্তির উপর স্থাপিত। সেটি ছয়তলা পর্যন্ত করা আছে। বাকি দুইতলার নির্মাণ কাজ শেষ হলে এবং পাশাপাশি নতুন একটি ভবন করা গেলে পূর্ণাঙ্গভাবে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে কার্যক্রম করা সম্ভব হবে। এটি এ অঞ্চলের মানুষদের জন্য একটি সুসংবাদ।
প্রসঙ্গত, ১৯৮৫ সালে ভিত্তি প্রস্তর স্থাপনের পর ১৯৯৫ সালের ৩০ মে ২৫০ শয্যা নিয়ে শহরতলীর হাড়োকান্দি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব পাশে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের যাত্রা শুরু। ২০১২-১৩ অর্থবছরে শয্যা বাড়িয়ে পাঁচশ’ শয্যাতে উন্নীত করা হয়।