সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ফোর্বসে ৭ বাংলাদেশি উদ্যোক্তা

ফোর্বসে ৭ বাংলাদেশি উদ্যোক্তা

শেরপুর নিউজ ডেস্কঃ প্রতিবছর উদীয়মান তরুণ উদ্যোক্তা, সংগঠক ও উদ্ভাবকদের তালিকা প্রকাশ করে বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। চলতি বছর এ তালিকার কনজিউমার টেকনোলজি, গণমাধ্যম, বিপণন, বিজ্ঞাপন ও সামাজিক প্রভাব—এই তিন বিভাগে জায়গা করে নিয়েছেন সাতজন বাংলাদেশি তরুণ। তালিকায় স্থান পাওয়া বাংলাদেশিরা হলেন আজিজ আরমান, দীপ্ত সাহা, রুবাইয়াত ফারহান, তাসফিয়া তাসবিন, জাহ্নবী রহমান, আনোয়ার সায়েফ ও সারাবন তহুরা।

৭ বাংলাদেশি উদ্যোক্তা ফোর্বসেগতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ফোর্বস থার্টি আন্ডার থার্টি এশিয়া ২০২৩ শিরোনামের চলতি বছরের এশীয়দের তালিকা। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩০০ তরুণ উদ্যোক্তা, নেতা ও প্রবর্তক জায়গা করে নিয়েছেন এই তালিকায়। তাঁদের সবার বয়স ৩০ বছরের নিচে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং চ্যালেঞ্জিং পরিবেশের মধ্যেও তাঁরা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছেন এবং নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করছেন।

ফোর্বস থার্টি আন্ডার থার্টি এশিয়া ২০২৩ তালিকায় ১০টি বিভাগে ৩০ জন করে নির্বাচিত হয়েছেন। তালিকার তিনটি বিভাগে স্থান পাওয়া বাংলাদেশি তরুণদের মধ্যে আছেন—

আজিজ আরমান: কনজিউমার টেকনোলজি বিভাগে স্থান পেয়েছেন যাত্রীর প্রতিষ্ঠাতা আজিজ আরমান (২৫)। ঢাকা নগরীর বিশৃঙ্খল গণপরিবহনব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যাত্রী প্রতিষ্ঠা করেন আরমান। ভাড়া নিয়ে নৈরাজ্য দূর করতে গত বছর ঢাকা বাস মালিক সমিতি রাজধানীতে চলাচলকারী পাঁচ হাজার ৬৫০টি পাবলিক বাসের জন্য ই-টিকেটিং ব্যবস্থা ব্যবহারে সম্মত হয়। ই-টিকেটিংয়ের ওই ব্যবস্থা তৈরি করে দেয় যাত্রী।

২০২১ সালে কম্পানিটি রিফ্লেক্ট ভেঞ্চারস, ব্রেইন-টু-ফ্রি ভেঞ্চার এবং এসবিকে টেক ভেঞ্চারের মতো বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাক-সিড পর্যায়ে ১.২ মিলিয়ন ডলার বিনিয়োগ পায়। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির বর্তমান মূলধন সাড়ে ৫২ লাখ মার্কিন ডলার।

দীপ্ত সাহা: আজিজ আরমানের মতো কনজিউমার টেকনোলজি বিভাগে স্থান করে নেন আরেক বিজয়ী দীপ্ত সাহা (২৭)। ২০২২ সালে তাঁর প্রতিষ্ঠিত অ্যাগ্রোশিফট কৃষকের কাছ থেকে সরাসরি কৃষিপণ্য কেনার সুযোগ করে দেয়। ফলে খরচ কমেছে গ্রাহকদের। মধ্যস্বত্বভোগী না থাকায় কৃষকরাও ন্যায্য দাম পাচ্ছেন অ্যাপটির মাধ্যমে। কনজিউমার টেকনোলজি শ্রেণিতে তালিকায় ২৭ নম্বরে আছেন দীপ্ত সাহা।

রুবাইয়াত ফারহান ও তাসফিয়া তাসবিন: মিডিয়া, মার্কেটিং ও অ্যাডভার্টাইজিং বিভাগে জায়গা করে নিয়েছেন মার্কোপোলো.এআইয়ের সহপ্রতিষ্ঠাতা রুবাইয়াত ফারহান (২৭) ও তাসফিয়া তাসবিন (২৭)। তাঁদের সাবস্ক্রিপশনভিত্তিক অ্যাপটি ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ডিজিটাল বিপণনের কাজ করে। অ্যাপটি মেশিন লার্নিং মডেল ব্যবহার করে প্যাটার্ন চিনে নেয় এবং বিজ্ঞাপনের সাফল্য সম্পর্কে পূর্বাভাস দেয়। কোন সময়টা বিজ্ঞাপন প্রচারের জন্য বেশি উপযুক্ত, সেটিও জানিয়ে দেয়। বর্তমানে কম্পানিটির মূলধন সাত লাখ ডলার। ফোর্বসের তালিকার ২৭ নম্বরে রয়েছে তারা।

জাহ্নবী রহমান: সামাজিক প্রভাব বিভাগে স্থান করে নিয়েছেন রিল্যাক্সি অ্যাপের সহপ্রতিষ্ঠাতা জাহ্নবী রহমান। মানসিক স্বাস্থ্য সংক্রান্ত অ্যাপটিতে নিজের মুড যাচাই করা যায়। করা যায় মেডিটেশন। প্রয়োজনে অনলাইনে থেরাপিও নেওয়া যায়। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সময়সূচি মেনে সেবা দিতে সাবস্ক্রিপশন সেবাও চালু করবে অ্যাপটি। ২০২২ সালে হুয়াওয়ের আইসিটি ইনকিউবেটরে দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয় রিল্যাক্সি। বর্তমানে এটির ব্যবহারকারীর সংখ্যা ১৫ হাজার। সামাজিক প্রভাব শ্রেণিতে তালিকায় জাহ্নবি আছেন ২৪ নম্বর অবস্থানে।

আনোয়ার সায়েফ ও সারাবন তহুরা: স্টার্টআপ কম্পানিগুলোর জন্য নেটওয়ার্কিং ব্যবস্থা তৈরি করে সামাজিক প্রভাব বিভাগে স্থান করে নিয়েছেন টার্টল ভেঞ্চার স্টুডিওর সহপ্রতিষ্ঠাতা আনোয়ার সায়েফ ও সারাবন তহুরা। প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা, পরামর্শ, বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং কৌশলগত সহায়তা দিয়ে থাকে। তাঁদের উদ্যোগটি ২০১৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ৯০টি স্টার্টআপকে সহায়তা দিয়েছে। প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোক্তা করে তুলতে ইয়াং টার্টল নামের একটি প্রগ্রামও পরিচালনা করছে প্ল্যাটফরমটি। সামাজিক প্রভাব শ্রেণিতে তালিকায় আনোয়ার আছেন ২৯ নম্বর এবং সারাবন আছেন ২৬ নম্বর স্থানে।

এবার তালিকায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২০টি দেশের চার হাজার তরুণের মধ্যে ৩০০ জনকে নির্বাচন করেছে ফোর্বস। ৩০ বছরের কম বয়সে দেশ ও সমাজের বাঁক বদলে দেওয়ায় এই তরুণ উদ্যোক্তারা স্বীকৃতি পাচ্ছেন। এশিয়া অঞ্চল থেকে ভারতের ৭৫ জন, চীনের ৩৪ জন, জাপানের ৩৩ জন, সিঙ্গাপুরের ৩০ জন এবং দক্ষিণ কোরিয়ার ২৮ জন এই তালিকায় স্থান পেয়েছেন।

২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ৯ জন বাংলাদেশি ফোর্বসের এই তালিকায় স্থান পেয়েছেন। ২০২১ সালে স্থান পান ৯ জন, ২০২২ সালে সাতজন আর এবারও সাতজন। সব মিলিয়ে এ পর্যন্ত এ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের ৩২ জন তরুণ উদ্যোক্তা। সূত্র : ফোর্বস

Check Also

চট্টগ্রামে আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা

শেরপুর নিউজ ডেস্ক: চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =

Contact Us