সর্বশেষ সংবাদ
Home / রাজশাহীর খবর / সিরাজগঞ্জ / কাজিপুর / কাজিপুরে ইউপি উপনির্বাচনে প্রার্থী ও ভোটগ্ৰহণ কর্মকর্তাদের মতবিনিময় সভা

কাজিপুরে ইউপি উপনির্বাচনে প্রার্থী ও ভোটগ্ৰহণ কর্মকর্তাদের মতবিনিময় সভা

আব্দুল মজিদ (কাজিপুর থেকে) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন -২০২৩ উপলক্ষে ভোটগ্ৰহণ কর্মকর্তাদের সাথে এবং নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ মে (শুক্রবার) সকাল দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রিটার্নিং অফিসারের কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, তিনি নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার সব ধরনের প্রস্তুতির কথা ব্যক্ত করেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুর ইসলাম, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম,

সভায় আরো উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল হক, কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে, খাসরাজবাড়ি ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হয়ে নির্বাচনের দিকনির্দেশনা প্রদান করেন। এই সময় নয়জন প্রার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৫ মে খাসরাজবাড়ী ইউপি উপনির্বাচন চেয়ারম্যান পদে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Check Also

কাজিপুরে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

আব্দুল মজিদ কাজিপুর, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরনের পথ পরিক্রমায় স্বাস্থ্য অধিদপ্তরের অদম্যযাত্রায় জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =

Contact Us