সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন

বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন

শেরপুর নিউজঃ বগুড়ায় আদালত চত্বর থেকে চুরি মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২১ মে) দুপুর আড়াইটার দিকে জেলা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

পলাতক ওই আসামির নাম ইলিয়াস ওরফে ইমরান (৩২)। তিনি জেলার সদর উপজেলার নওদাপাড়া এলাকার জাহাঙ্গীর আলম ওরফে আফজালের ছেলে।

এর আগে শনিবার (২০ মে) গাবতলী উপজেলার চকবোচাই এলাকা থেকে মোটরসাইকেল চুরির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

পলাতক ওই আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় আরও একটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার।

পুলিশের এই কর্মকর্তা জানান, রোববার দুপুরে গাবতলী থানা থেকে ৫ জন আসামি বহন গাড়ী আদালত প্রাঙ্গণে পৌঁছায়। তখন আসামিদের নামানোর পর কোর্ট কাস্টডিতে নেওয়ার সময় ইমরান হাতকড়া রেখে কৌশলে পালিয়ে যায়। পুলিশ ওই আসামির পেছনে ধাওয়া করেও তাকে আটক করতে পারেনি। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য জেলা পুলিশের একাধিক দল বিশেষ অভিযান পরিচালনা করছে।

তিনি আরো জানান, আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় আরও একটি মামলা দায়ের করা হবে। ওই ঘটনায় পুলিশ সদস্যদের অবহেলার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Check Also

বগুড়ায় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর আহ্বান ডিসির

শেরপুর নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বগুড়ায় নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর জন্য সরকারি ও বেসরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 4 =

Contact Us