সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি / ডিজিটাল ব্যাংক চালুর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

ডিজিটাল ব্যাংক চালুর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

শেরপুর নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংক শিগগির দেশে একটি ডিজিটাল ব্যাংক চালু করার পরিকল্পনা করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার এক অনুষ্ঠানে বলেছেন, ‘শীঘ্রই আমরা দেশে ডিজিটাল ব্যাংক চালু করব। আমরা খুব শীঘ্রই একটি অনলাইন রিয়েল-টাইম ক্রেডিট রেটিং সিস্টেম চালু করার পরিকল্পনা করছি।’ রাজধানীর একটি হোটেলে প্রথম ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট-২০২৩-এ প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড ‘ব্যাংকিং অন ডিজিটাল ট্রান্সফরমেশন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে।

আব্দুর রউফ তালুকদার তার বক্তব্যে জানান, তারা জাতীয় ডেবিট কার্ড প্রদানের খুব কাছাকাছি। তিনি বলেন, ব্যাংকিং খাতে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো কর্পোরেট গভর্ন্যান্স এবং নন-পারফর্মিং লোন। তিনি বলেন, ‘আমাদের কর্মীবাহিনীকে পরিকল্পনামাফিক সঠিকভাবে প্রশিক্ষিত করার মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থায় সংস্কৃতিগত পরিবর্তন আনতে হবে এবং নৈতিকতা ও ভালো অনুশীলন প্রয়োগ করতে হবে। নির্দেশিকা প্রবর্তন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সিইও’দের শক্তিশালী ভূমিকা সমস্যার সমাধান করতে পারে।’

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ‘আমরা সফলভাবে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন করেছি। এখন আমরা স্মার্ট বাংলাদেশ রূপকল্প অর্জনে পদক্ষেপ নিচ্ছি।’ তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের (৪আইআর) যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) হস্তক্ষেপের কারণে সারা বিশ্বে ব্যাংকিং কার্যক্রম সামগ্রিকভাবে পরিবর্তিত হয়েছে। সুতরাং ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে ব্যাংকারদের ডিজিটালি প্রস্তুত হতে হবে।

দেশের ব্যাংকিং শিল্পের ডিজিটাল রূপান্তর যাত্রার লক্ষ্যে দুই দিনব্যাপী ‘ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট’-এ বাংলাদেশের ৪৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রায় ১৫০ জন অংশগ্রহণ করেছে।
বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা বিকাশের মূল প্রবণতাগুলির উপর আলোকপাত করাই সম্মেলনের লক্ষ্য । সম্মেলনে আলোকপাত করা বিভিন্ন কৌশলের বিশ্লেষণ, ব্যাঙ্কগুলোকে দ্রুত ডিজিটাল রূপান্তরের পথ খুজতে সহায়তা করতে পারে। ব্যাংকিং শিল্পের রূপান্তর ও বিকাশের ক্ষেত্রে মূল্যবান ধ্যান-ধারনা তুলে ধরাই এই সম্মেলনের উদ্দেশ্য।

Check Also

যে ৫ ব্যাংকের নগদ টাকার সংকট কাটছে

  শেরপুর নিউজ ডেস্ক: ক্ষমতার পালাবদলের পর পরিবর্তিত পরিস্থিতিতে নগদ টাকা না থাকায় গ্রাহককে অর্থ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =

Contact Us