শেরপুর নিউজ ডেস্কঃ দেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বিকালে শহরের কানুছগাড়ী বিএম এ ভবনের সামনের রাস্তায় মানববন্ধন পালিত হয়েছে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নাননু, সাধারণ সম্পাদক ডাঃ এস.এম.মিল্লাত হোসেন, বগুড়ার পিপি ও বগুড়া বারের সভাপতি এ্যাডভোকেট আব্দুল মতিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়ার সভাপতি ডাঃ সামির হোসেন মিশু, বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট নরেশ মুখার্জি, এ বি এম জিয়াউল হক বাবলা, এ্যাডভোকেট মন্তেজার রহমান মন্টু, ডাঃ মাহবুবুর রহমান টুনু, মোঃ আলী হাসপাতালের আরএমও ডাঃ শফিক আমিন কাজল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মির্জা আহসানুল হক দুলাল, আলহাজ্ব এনামুল হক, দৌলতুজ্জামান দৌলত, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, মিজানুর রহমান, এ্যাডভোকেট নুরুস সালাম সাগর, এ্যাডভোকেট আতিক মাহমুদ, গোলাম কুদ্দুস লাল, রেজাউল করিম সবুজ, আব্দুল খালেক, আতাউল ওসমান গনি, কবি আজিজার রহমান তাজ, এনামুল জাহিদ তিতাস, প্রকৌশলী রাশেদুল হাসান শাহীন, লুৎফর রহমান, তাজুল ইসলাম,নাজিয়া আক্তার, মাহফুজা মুক্তা, শাহজাহান আলী, আব্দুর রউফ মিয়া, সেলিম সোনার।
বক্তারা বলেন, বিএনপি জোট দেশের উন্নয়ন অগ্রগতি রুখে দিতে নানা চক্রান্ত করছে। তারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। একারনে উন্নয়ন অগ্রগতির নেতৃত্বদানকারী সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। যেকোনো ধরনের দেশবিরোধীরা ষড়যন্ত্র রুখে দিতে পেশাজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।