সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / এগিয়ে আজমত

এগিয়ে আজমত

শেরপুর নিউজ ডেস্কঃ সারাদেশের মানুষের চোখ এখন গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের ফলাফলের দিকে। এবারের নির্বাচনে জয়ী কে হবেন? কে হচ্ছেন গাজীপুরের মেয়র?

নির্বাচনে মোট কেন্দ্র ৪৮০টি। এরই মধ্যে ৩০২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ১৬৮১৩৭ ভোট।

স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৫৫২১৩ ভোট।

এর আগে সকাল আটটায় শুরু হয়ে ভোটগ্রহণ একটানা চলে বিকেল চারটা পর্যন্ত। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ ছিলো না প্রার্থীদের। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে ছিলো ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বিশেষ করে নারী ভোটারদের সংখ্যা ছিলো চোখে পড়ার মতো। তবে দুপুরের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কমে যায়।
নগরে এই প্রথম ইভিএমে ভোট হয়। এই প্রযুক্তির সঙ্গে অনেক ভোটারই অপরিচিত। যে কারণে অনেক কেন্দ্রেই ভোটগ্রহণে ছিল ধীরগতি। বিশেষ করে নারী ও বয়স্করা কিছুটা জটিলতায় পড়েন। তবে তরুণরা বেশ স্বাচ্ছন্দ্যেই ভোট দিয়েছেন।

Check Also

জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল

শেরপুর নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-ঘোষিত এক দফায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − five =

Contact Us