শেরপুর নিউজঃ বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী এলাকায় ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা শুরু হচ্ছে রবিবার (২৮ মে)। তিনদিনের এই মেলার অনুমোদন মিলেছে কিনা এখন পর্যন্ত তা জানা যায়নি। তবে প্রশাসনকে ম্যানেজ করে মেলায় সার্কাস, জাদু খেলার নামে অশ্লীল নৃত্য ও ডাবুর মাধ্যমে জুয়ার ব্যাপক আয়োজন করা হয়েছে বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, প্রতিবছর জৈষ্ঠ্য মাসের দ্বিতীয় রবিবার থেকে তিনদিন চলে মেলা। গত বছর মেলা অনুমোদন ছাড়াই বসেছিল। এবার এখনো অনুমোদন মেলেনি। তবে মেলায় তিনটি সার্কাস, বেশ কয়েকটি জাদুখেলার নামে অশ্লীল নৃত্য ও মোটর সাইকেলা খেলার আয়োজন করা হয়েছে। এছাড়া জুয়াড়িরা গোঁেফ তা দিচ্ছেন। আরো জানা গেছে, সরকারিভাবে মেলার কোন ইজারা না হলেও মেলায় আগত ব্যবসায়ী ও ক্রেতাদের নিকট থেকে কাঠপট্টি থেকে শুরু করে বিভিন্ন পট্টিতে উচ্চ হারে চাঁদা আদায় করা হয়।
তবে স্থানীয়রা মেলার নামে এসব অশ্লীলতা ও জুয়া বন্ধের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছে।