ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় ক্রেতা সেজে এক নারী দোকানিকে তার স্বামীর ঘরের ভেতর শ্লীলতাহানির অভিযোগে করা মামলার একমাত্র আসামি আব্দুল মান্নানকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ মে) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। আব্দুল মান্নান উপজেলা সদরের মাঠপাড়া গ্রামের মৃত বিশার ছেলে। সে প্রান্তিক কৃষক। শ্লীলতাহানির শিকার ওই নারী একই গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, শ্লীলতাহানির শিকার ওই নারী স্বামী সবজির খুচরা ব্যবসায়ী। ওই নারী তার স্বামীকে প্রায়ই ব্যবসার কাজে সহযোগিতা করেন। ওই নারীর স্বামী ব্যবসায়ীক কাজে গতকাল শুক্রবার সন্ধ্যার পর বাড়ির বাইরে যান। রাত ৯টার দিকে ওই নারী স্বামীর ঘরের বিছানায় বিশ্রাম নিতে থাকেন। এ সময় ক্রেতা সেজে আব্দুল মান্নান এক কেজি বেগুন কেনার অজুহাতে ওই নারীর ঘরে প্রবেশ করে।
তখন ওই ঘরে অন্য কেউ ছিল না। এ অবস্থায় ওই নারী বেগুন ওজন করার সময় আব্দুল মান্নান তাকে শ্লীলতাহানি করে। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন আসার আগেই আব্দুল মান্নান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ওই নারী বাদি হয়ে ধুনট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। থানা পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই মাঠপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে আব্দুল মান্নানকে গ্রেফতার করে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগটির সত্যতা পাওয়া গেছে। আসামি আব্দুল মান্নানকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।