শেরপুর নিউজ ডেস্কঃ প্রথমে আনুচিং মগিনি ও সাজেদা খাতুন। এরপর সিরাত জাহান স্বপ্না। বাংলাদেশ জাতীয় জাতীয় নারী ফুটবলের এই তিন সদস্যের প্রথম দুজন পারফর্ম্যান্সর কারণে দল থেকে বাদ পড়ে (গত জানুয়ারিতে) অভিমানে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন। শুক্রবার তাদের পথে হাঁটলেন স্বপ্নাও। তবে আগের দুজনের সঙ্গে তার পার্থক্য হলো, তিনি দল থেকে বাদ পড়েননি। বরং অবসর নিয়েছেন হতাশা থেকে। শুক্রবার সকালে নিজের ফেসবুকে ঘোষণা দিয়ে ফুটবল ছেড়ে রংপুরে নিজের বাড়ি চলে যান ২২ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের আক্রমণভাগে অন্যতম নির্ভরতার প্রতীক ছিলেন স্বপ্না। গত বছর নেপালে প্রথমবারের মতো ইতিহাস গড়া সাফ চ্যাম্পিয়নশিপে ছিলেন দারুণ ফর্মে। করেছিলেন চার গোল। সেই নির্ভরশীল ফরোয়ার্ড স্বপ্না কেন আকস্মিক অবসর নিলেন? নিজের ফেসবুকে তিনি পোস্ট করেছেন, ‘আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে বিদায় নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল ক্যারিয়ারে আসার পর অনেক কিছু পেয়েছি। সবকিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহতায়ালার প্রতি। খেলার সুবাদে অনেকের সঙ্গে পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া চাইবেন …।’