শেরপুরনিউজঃ বগুড়ার শেরপুরের ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা আয়োজনে শর্তসাপেক্ষে তিনদিনের জন্য অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।
বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন স্বাক্ষরিত এক পত্রে রবিবার (২৮ মে) এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বগুড়া জেলার শেরপুর উপজেলার ১নং কুসুম্বী ইউনিয়নে পীর গাজী মিয়া সাহেবের জিয়ারতের জন্য খোকা মিয়া পিতা মৃত আমজাদ আলীর আবেদনের প্রেক্ষিতে তিন দিন ব্যাপী কেল্লাপোশী মেলা আয়োজনের জন্য শর্তসাপেক্ষে অনুমতি প্রদান করা হলো।
শর্তের মধ্যে রয়েছে- মেলায় সন্ত্রাস জঙ্গীবাদ, মাদকবিরোধী প্রচার-প্রচারণা করতে হবে। কোন ধরনের মাদকের ব্যবহার ক্রয় বা বিক্রয় করা যাবে না। রাষ্ট্রবিরোধী কোন আলোচনা বা কার্যকলাপ করা যাবে না। যে কোন ধর্মের ধর্মীয় অনুভ’তিতে আঘাত হানে এমন কর্মকান্ড করা যাবে না। মেলায় অশ্লীল নাচগান, কুরুচিপুর্ণ ছবি প্রদর্শন বা অন্য কোন ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ পরিচালনা করা যাবে নাসহ অন্যান্য শর্তাবলী।
মেলার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শালীনতার মধ্যে আমরা এবার ঐতিহ্যবাহী মেলাটি আয়োজন করেছি। মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।