শেরপুর নিউজ ডেস্কঃ বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকার বিরুদ্ধে পৌরসভার তহবিল তছরুপসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বগুড়া জেলা প্রশাসকের কাছ থেকে প্রতিবেদন আহ্বান করেছে স্থানীয় সরকার বিভাগ।
শেরপুর পৌর এলাকার সান্যালপাড়া এলাকার বাসিন্দা নাজমুল হক লুলু গত ১৬ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে তিনি পৌর মেয়রের বিরুদ্ধে ২১টি বিষয়ে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয় তুলে ধরেন।
অভিযোগ থেকে জানা যায়, পৌর ট্রাক টার্মিনালে ৪টি দোকানঘর নির্মাণ করে দেওয়ার জন্য রফিকের কাছ থেকে ৩০ লক্ষ টাকা, ধুনট মোড়ে দোকানঘর লিজ বাবদ ১০ লক্ষ টাকা, বারদুয়ারি মার্কেটে ৪টি দোকানঘর লিজ বাবদ ২০ লক্ষ টাকা, বাসস্ট্যান্ডের ৮টি দোকানঘর লিজ বাবদ ৪০ লক্ষ টাকা, একজন ব্যক্তির ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা, বিধিবহির্ভূতভাবে অটোরিকশা থেকে টোল আদায়ের ইজারা বাবদ বছরে ১৪ লক্ষ টাকা গ্রহণ করেও মেয়র পৌরসভার তহবিলে কোনো টাকা জমা দেননি।
এ ছাড়া মাস্টার রোলে লেবার নিয়োগে স্বজনপ্রীতি ও অর্থ গ্রহণ করা, গাড়ি ব্যবহার না করেই তেলের অতিরিক্ত খরচ নেওয়া, ভুয়া ভাউচারের মাধ্যমে অতিরিক্ত টাকা উত্তোলন করা, পৌর কিচেন মার্কেটে কক্ষ বরাদ্দের জন্য অতিরিক্ত টাকা নেওয়া এবং দুই বছর পার হওয়ার পরও বরাদ্দ না দেওয়াসহ বিভিন্ন অভিযোগ করা হয়।
এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছেন পৌরসভার কয়েকজন কাউন্সিলর। তাঁরা বলেন, ২০২২ সালের ১৯ অক্টোবর ট্রাক, বাস ও সিএনজি টার্মিনাল টেন্ডার আহ্বান করা হয়। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকে ট্রাক ও সিএনজি মোতাবেক ইজারা দেওয়া হয়েছে। কিন্তু বাস টার্মিনালের ইজারা মূল্য ১৫ লক্ষ ৪৬ হাজার ৬৬৭ টাকা নির্ধারণ করা হলেও কোনো ইজারাদার পাওয়া যায়নি। ইজারা পৌরসভা কর্তৃক খাস আদায় করার কথা। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও এই খাতে কোনো টাকা জমা পড়েনি বলে জানিয়েছেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা রেজাউল করিম।
এ বিষয়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও টার্মিনাল ইজারা কমিটির সভাপতি নাজমুল আলম খোকন বলেন, ‘টেন্ডার না হওয়ায় বাস টার্মিনাল খাস কালেকশন হওয়ার কথা। কিন্তু মেয়র তাঁর ভাগনেকে মৌখিকভাবে ইজারা দিয়েছেন। গত বছর ইজারার মাধ্যমে প্রায় ১৮ লাখ টাকা পাওয়া গেলেও এবার কোনো টাকা পৌরসভার তহবিলে জমা হয়নি।’ নিয়ম অনুযায়ী পৌরসভার যাবতীয় সামগ্রী টেন্ডারের মাধ্যমে ক্রয় করার কথা। কিন্তু টেন্ডার ছাড়াই নিজস্ব লোক দিয়ে পণ্য ক্রয় করে অতিরিক্ত বিল করে অর্থ আত্মসাৎ করেছেন তিনি।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম বলেন, ‘নিয়ম থাকলেও অর্থের অভাবে টেন্ডার দেওয়া হয় না। আমরা নিজেরাই সবকিছু ক্রয় করে থাকি।’
এ বিষয়ে পৌরসভার মেয়র জানে আলম খোকা বলেন, যে কেউ অভিযোগ করতেই পারেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করছে। তবে এসবের কোনো সত্যতা নেই।
সুত্রঃ আজকের পত্রিকা