সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / খাতুনগঞ্জে ১৮০ টাকা দরে আদা বিক্রির প্রতিশ্রুতি

খাতুনগঞ্জে ১৮০ টাকা দরে আদা বিক্রির প্রতিশ্রুতি

শেরপুর নিউজ ডেস্কঃ চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর। সোমবার (২৯ মে) এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় যথাযথ মূল্য তালিকা না থাকায় মিতালী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে বেশি দামে আদা বিক্রির অভিযোগে আল নুর কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়।

এদিকে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সোমবার (২৯ মে) বিকেলে সিলগালা করে দেওয়া প্রতিষ্ঠান আল নুর কর্পোরেশনের মালিক এবং আদা ব্যবসায়ীরা ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে হাজির হয়। এ সময় তারা সোমবার থেকে প্রতি কেজি ১৮০ টাকা দরে আদা বিক্রি করার প্রতিশ্রুতি দেয়।

ভোক্তা অধিকারের চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, আল নুর কর্পোরেশন আদা কেজি প্রতি ২২৫ টাকায় বিক্রি করছিল। তাদের কাছে আদা সংগ্রহের কাগজপত্র চাইলে তারা সঠিকভাবে দেখাতে পারেনি। এজন্য এটি সিলগালা করে দেওয়া হয়েছিল। বিকেলে ব্যবসায়ীরা ১৮০ টাকা দরে আদা বিক্রি করার অঙ্গীকার করলে আল নুর কর্পোরেশন খুলে দেওয়া হয়। কাল মঙ্গলবার যথাযথ মূল্যে আদা বিক্রি করা হচ্ছে কি না আবারও তদারকি করা হবে।

Check Also

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আগামী সপ্তাহে

শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 7 =

Contact Us