শেরপুর নিউজঃ বগুড়ার শেরপুরে মহাসড়কে বাসের চাপায় আহত মোটর সাইকেল চালকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ মে) রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোটর সাইকেল চালক মো. আল আমিন ফকির (৩০) পাবনা জেলার সাঁিথয়া উপজেলার কাশিনাথপুর এলাকার জলিল ফকিরের ছেলে।
গত শনিবার (২৭মে) দুপুর ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দিলে আল আমিন গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে সোমবার রাতে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শেরপুর হাইওয়ে থানার এএসআই কাজী শরীফুল বাদী হয়ে ওই বাসের অজ্ঞাত চালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
তিনি জানান, দ্রুত ও বেপরোয়া গাড়ি চালাইয়া মৃত্যু ঘটনোর অপরাধে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮ ও ১০৫ ধারায় বাস চালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।