সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদ হত্যা মামলার পাঁচ আসামি গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদ হত্যা মামলার পাঁচ আসামি গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্কঃ বগুড়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদ হাসান হত্যাকাণ্ডের প্রধান আসামি রবিনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ মে) সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার গন্ড গোহালি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন- বগুড়া শহরের মালগ্রাম এলাকার প্রধান আসামি রবিন ও তার ভাই রমেদ, একই এলাকার কাঞ্চা মনির, জুম্মন এবং সেউজগাড়ি এলাকার বাসিন্দা সাব্বির। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৯ মে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মালগ্রাম ডাবতলায় পূর্বশত্রুতার জেরে নাহিদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই রাতেই নাহিদের বাবা মাছ ব্যবসায়ী ঝন্টু শেখ সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় রতন, রনি, রবিনসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়।

নাহিদ শহর স্বেচ্ছাসেবক লীগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, গন্ড গোহালি এলাকায় হঠাৎ করে অচেনা কিছু যুবকের আগমন ঘটে। তারা দিনের বেলায় বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতো এবং রাতে মেহেদী হাসান টপির পরিত্যক্ত মুরগির খামারে একত্রে থাকতো। এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশকে জানায়। পরে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করি। হত্যা মামলার আসামিরা এখানে আত্মগোপনে ছিল। আসামিদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হবে।

বগুড়া সদর থানার ওসি মো. নূরে আলম সিদ্দিকী বলেন, ‘নাহিদ হত্যা মামলার পাঁচ আসামি পুঠিয়ায় গ্রেপ্তার হয়েছে এমন সংবাদ পেয়েছি। আমাদের একটি টিমকে পুঠিয়া থানায় পাঠানো হয়েছে।’

Check Also

বগুড়ায় যুবলীগ নেতা সাবেক কাউন্সিলর আলহাজ শেখ গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + seventeen =

Contact Us