সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় আর্টিকেল নাইন্টিনের সংলাপ অনুষ্ঠিত

বগুড়ায় আর্টিকেল নাইন্টিনের সংলাপ অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্কঃ বগুড়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইন্টিনের উদ্যোগে সাংবাদিকদের সুরক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে করণীয় বিষয়ে মানবাধিকার, বাকস্বাধীনতা ও তথ্য সম্পর্কিত সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) সকাল থেকে দিনব্যাপী শহরের হোটেল মমইনে বগুড়ায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রায় ৩০ জন মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সংলাপে স্বাগত বক্তব্য রাখেন আর্টিকেল নাইন্টিন এর বাংলাদেশ ও সাউথ এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার রুমকি ফারহানা।

তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থা হিসেবে আর্টিকেল নাইন্টিন বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে মানবাধিকার, বাকস্বাধীনতা ও তথ্য অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে। এছাড়াও জেস প্রকল্পের মাধ্যমে কর্মজীবনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে তৃণমূল পর্যায়ে কাজ করছে তারা। যেখানে তারা আগামীতে ইতিবাচক পরিবেশে সুষ্ঠু সাংবাদিতার মাধ্যমে উন্নয়নের স্বপ্ন দেখছে।

সংস্থার সিনিয়র প্রোগ্রাম অফিসার খাদিজা আখতার অন্তরার সঞ্চালনায় সংলাপে সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মিলন রহমান, জিটিভির বগুড়া জেলা প্রতিনিধি এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, সাপ্তাহিক আজকের শেরপুরের সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, এখন টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মাজেদ রহমান, যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজন, নিউজটোয়েন্টি ফোরের আব্দুস সালাম বাবু, বণিক বার্তার বগুড়া প্রতিনিধি এইচ আলিম, দেশ টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি সঞ্জু রায়, আইনজীবি আশরাফুন্নাহার স্বপ্নাসহ আরও অনেকে।

সংলাপে আলোচকরা সকল মিডিয়া হাউজে সাংবাদিকদের ইন্স্যুরেন্স ও কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধান, নারী সংবাদিকদের জন্যে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশের নিশ্চয়তা, বাক-স্বাধীনতা নিশ্চিতে করণীয়, ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ, তথ্য অধিকার নিশ্চিতকরণ, অপসাংবাদিকতাকে রুখে দিয়ে দ্রুততম সময়ে মানদণ্ড নির্ধারণের মাধ্যমে আগাছা ছাঁটাই করে এ পেশার সম্মান বাঁচাতে দৃশ্যমান উদ্যোগ গ্রহণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন যা বাস্তবায়নে পর্যায়ক্রমে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ স্থাপনের উদ্যোগ গ্রহণের কথা জানান আর্টিকেল নাইন্টিনের দায়িত্বপ্রাপ্তরা।

Check Also

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ড, কোন ক্ষয় ক্ষতি হয়নি

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় শনিবার (৪ জানুয়ারি) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − two =

Contact Us