ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পপি রানী সাহাকে মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন।
মঙ্গলবার (৩০ মে) সকাল ১০টা দিকে পপি রানী সাহা নামে তার নিজের ফেসবুক পেইজে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি যে কোন মহুর্তে আমার প্রাণ চলে যেতে পারে! বিভিন্ন ধরণের হুমকি ধামকি, এমনকি মিথ্যা মামলায় জড়িয়ে ফাঁসানোর চেষ্টা চলছে, কারণ একটাই আওয়ামী লীগ ত্যাগ করতে হবে।
এ বিষয়ে পপি রানী সাহা মুঠোফোনে বলেন, বেশ কিছু দিন ধরে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন মুঠোফোনে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। অজ্ঞাত নম্বর থেকে ফোন করে বার বার উত্যক্ত করছে। আমার ছবি ব্যবহার করে আপত্তিকর ভিডিও তৈরি করে বিভিন্ন আইডি থেকে ফেসবুকে পোস্ট করছে।
আমার নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেএবং আমাকে রাজনীতি থেকে সরে দাঁড়াতে বলছে। নিরাপত্তাহীনতার কারণে বর্তমানে আমি এলাকার বাইরে অবস্থান করছি। বগুড়া জেলা প্রশাসক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে মুঠোফোনের মাধ্যমে জীবনের নিরাপত্তা চেয়েছি। এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ভুক্তভোগী এক নারী বাদি হয়ে পপি রানী সাহার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।
তবে পপি রানী সাহাকে হত্যার হুমকি কিংবা নিরাপত্তাহীনতার বিষয়টি আমাকে জানানো হয়নি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।