সর্বশেষ সংবাদ
Home / স্বাস্থ্য / বাড়ছে ডেঙ্গুর চোখ রাঙানি

বাড়ছে ডেঙ্গুর চোখ রাঙানি

শেরপুর নিউজ ডেস্কঃ বর্ষার আগেই এবার চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। বছরের প্রথম পাঁচ মাসেই দেশজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে দুই হাজার। মৃত্যুও হয়েছে ১৩ জনের। দেশে জুন থেকে সেপ্টেম্বর ডেঙ্গুর প্রজনন মৌসুম। এবার বর্ষা মৌসুম শুরু না হতেই আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা গত বছরের প্রথম পাঁচ মাসের তুলনায় ছয়গুণ বেশি।

পরিসংখ্যান বলছে, ২০২২ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হন ৩৭২ জন। ছিল না কোনো মৃত্যু। এবছর জানুয়ারি থেকে মে মাসের ৩১ তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২২ জন। আর মৃত্যু হয়েছে ১৩ জনের। এরই মধ্যে দেশের ৪৪টি জেলায় শনাক্ত হয়েছে ডেঙ্গুরোগী। বর্ষা মৌসুম শুরুর আগেই ডেঙ্গুর এই চোখ রাঙানি জানান দিচ্ছে ভর মৌসুমে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে ডেঙ্গু।

সম্প্রতি সংবাদ সম্মেলনে মানুষকে সচেতন থাকার আহ্বান জনিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য অধিদপ্তরও নানা দিকনির্দেশনা দিয়েছে ডেঙ্গু নিয়ন্ত্রণে। কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এ রোগে আক্রান্ত রোগী যদি কোমরবিডিটি বা দীর্ঘমেয়াদি জটিল রোগে আক্রান্ত হয়, তাদের মৃত্যুঝুঁকি বেশি থাকে।

Check Also

বিশ্বে ৮০ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত

শেরপুর নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে ৮০ কোটির বেশি প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আগের হিসাবের তুলনায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 13 =

Contact Us