শেরপুর নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারী সেই মার্কিন নারী রাশিয়ার নাগরিকত্ব চেয়েছেন। তিনি মস্কোতে গিয়ে রাশিয়ার নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন। ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় বাইডেনের বিরুদ্ধে ঐ অভিযোগ সামনে এনেছিলেন তিনি।
৫৯ বছর বয়সি তারা রিড রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে বলেছেন, তিনি এই দেশে নিরাপদ বোধ করেন এবং সেখানেই থাকতে চান। তিনি অভিযোগ করেছেন, ১৯৯৩ সালে বাইডেনের কংগ্রেসনাল অফিসে কাজ করার সময় তিনি তাকে লাঞ্ছিত করেছিলেন। ঐ সময় তার বয়স ছিল ২৯ বছর। তবে এ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন জো বাইডেন। বাইডেন ডেলাওয়্যারের সিনেটর থাকাকালে তারা রিড তার সহকারী হিসেবে কাজ করতেন। ২০২০ সালে বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালে রিড অভিযোগ করেন, ক্যাপিটল হিলের করিডরে বাইডেন তাকে লাঞ্ছিত করেছিলেন।
স্পুটনিকের সঙ্গে এক সাক্ষাত্কারের রিড বলেন, ‘যখন আমি মস্কোতে বিমান থেকে নামলাম, খুব দীর্ঘ সময়ের মধ্যে প্রথমবারের মতো আমি নিরাপদ বোধ করলাম।’ তিনি বলেন, ‘একজন রিপাবলিকান রাজনীতিবিদ তাকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রে আমি নাকি নিরাপদ নই।’ ‘রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ আমি রাশিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করতে চাই…আমি একজন ভালো নাগরিক হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি’, বলেন তিনি। তবে তিনি তার মার্কিন নাগরিকত্ব বজায় রাখার আশা করছেন বলে জানিয়েছেন। —সিএনএন