সর্বশেষ সংবাদ
Home / কৃষি / খাদ্যনিরাপত্তায় বৃহত্তম উদ্যোগ ‘পার্টনার’

খাদ্যনিরাপত্তায় বৃহত্তম উদ্যোগ ‘পার্টনার’

শেরপুর নিউজ ডেস্কঃ বিদ্যমান কৃষিকে বাণিজ্যিক কৃষিতে পরিবর্তন এবং খাদ্যশস্য উৎপাদনে বৈচিত্র্য আনার লক্ষ্যে নানামুখী কর্মপরিকল্পনার বাস্তবায়ন করবে কৃষি বিভাগ। এ লক্ষ্যে একটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৯১০ কোটি টাকা। আগামী জুলাই থেকে এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ শীর্ষক এই প্রকল্পে অর্থায়ন করবে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)।

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সাতটি সংস্থা—কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এই প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পটির ৬ হাজার ৯১০ কোটি টাকার মধ্যে বাংলাদেশ সরকার ১ হাজার ১৫১ কোটি টাকা ও প্রকল্প সাহায্য প্রায় ৫ হাজার ৭৫৯ কোটি টাকা। প্রকল্পটির সময়কাল ধরা হয়েছে ২০২৩ হতে জুন ২০২৮।

এই প্রকল্পের মাধ্যমে পাঁচটি গুরুত্বপূর্ণ ফল ও ১০টি গুরুত্বপূর্ণ সবজির প্রটোকল প্রস্তুত করা হবে। এতে ফলে সবজি উৎপাদন থেকে শুরু করে রপ্তানির পুরো প্রক্রিয়া থাকবে। এছাড়া সরকার গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস মাধ্যমে ফল ও সবজির আওতাধীন এলাকা ৩ লাখ হেক্টর এবং উচ্চ ফলনশীল ধানের জাত ২ লাখ হেক্টরে উন্নীত করার পরিকল্পনা করেছে।

এই প্রকল্পের আওতায় ১০ লাখ কৃষককে উত্তম কৃষি চর্চার প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের বীজ নেটওয়ার্ক শক্তিশালী করা হবে। সব ধরনের বিরূপ পরিবেশ সহনশীল ও উচ্চ ফলনশীল পাঁচটি ধানের জাত উদ্ভাবন করা হবে। অন্যান্য ফসলের ১৫টি জাত উদ্ভাবন করা হবে। উন্নত প্রযুক্তির মাধ্যমে ১ লাখ হেক্টর নতুন কৃষিজমি সেচের আওতায় আনা হবে।

দেশের ৬৪ জেলায় ৪৯৫টি উপজেলায় ২ কোটি ২৭ লাখ কৃষককে সব ধরনের তথ্যসংবলিত স্মার্ট কার্ড দেওয়া হবে। ১০টি অ্যাক্রিডেটেড ল্যাবরেটরি স্থাপন করা হবে। ধান ও ধান-ভিন্ন অন্যান্য ফসলের আবাদ সম্প্রসারণে প্রকল্পের আওতায় যথাযথ প্রযুক্তিগত ও দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। খাদ্য রপ্তানির ক্ষেত্রেও আধুনিক ল্যাবরেটরি স্থাপনের মাধ্যমে খাদ্যের মান নিশ্চিত করা হবে।

কৃষিবিজ্ঞানীরা বলছেন, এটি বাস্তবায়ন হলে কৃষিকে এক নতুনরূপে দেখা যাবে। খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষিকে বৈচিত্র্য আসবে। বিদ্যমান কৃষি বাণিজ্যিক কৃষিতে পরিণত হয়, রপ্তানি আয় বাড়বে।

কৃষি বিজ্ঞানীরা বলছেন, বাংলাদেশের টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে সরকারের জাতীয় কৃষি নীতি-২৯১৮-এর লক্যমাত্রা অনুযায়ী দেশের কৃষি সেক্টরের গবেষণা কার্যক্রমের ক্ষমতা বৃদ্ধিকরণ, সম্প্রসারণ ব্যবস্থা শক্তিশালীকরণ, কৃষি যান্ত্রিকীকরণ, উত্তম কৃষি চর্চা নীতিমালা ২০২০ বাস্তবায়ন, সেচ ব্যবস্থার উন্নয়ন, ফসলোত্তর ব্যবস্থাপনার আধুনিকায়ন, বিপণন এবং লজিস্টিক অবকাঠামো উন্নয়ন জরুরি। এছাড়া দেশের কৃষির বাণিজ্যিক কৃষিতে রূপান্তরকে সহজতর করার জন্য কৃষি গবেষণা, সম্প্রসারণ প্রয়োজন। মানবসম্পদ উন্নয়নসহ কৃষি সেক্টরের অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও গবেষণা ও উন্নয়নের জন্য বার্ষিক বাজেট বরাদ্দ বৃদ্ধি করাও প্রয়োজন। কৃষিতে বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে।

এই প্রকল্পটি দেশের আটটি বিভাগ, ১৪টি কৃষি অঞ্চল, ৬৪টি জেলাসহ ৪৯৫টি উপজেলার মোট ৪ হাজার ৫৭১টি ইউনিয়নে বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি দেশের কৃষির খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ দেশের কৃষি সেক্টরের বাণিজ্যিক কৃষিতে রূপান্তরে জাতীয় কৃষি নীতি-২০১৮-এর কর্মপরিকল্পনা ২০২০ ও উত্তম কষিচর্চা নীতিমালা ২০২০ বাস্তবায়নসহ এসডিজি, প্রেক্ষিত পরিকল্পনা, ও ডেলটা প্ল্যান-২১০০ বাস্তবায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. লুত্ফুল হাসান বলেন, এই প্রকল্পের কৃষি উন্নয়নের সবগুলো দিক বিবেচনায় আনা হয়েছে। প্রকল্পটি পুরোপুরিভাবে বাস্তবায়ন করা গেলে কৃষির ব্যাপক উন্নয়ন হবে।

Check Also

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

শেরপুর নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + twelve =

Contact Us