শেরপুর নিউজ ডেস্কঃ : বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার নাফ এগ্রো লিমিটেডের প্রোপ্রাইটর ফেরদাউস হোসেনের এই জরিমানা করা হয়।
অভিযানকালে নকল, ভেজাল, মান ও অনুমোদনহীন বিভিন্ন ভেটেরিনারি ওষুধ উৎপাদনসহ মোটাতাজাকরণ ওষুধ বাজারজাতকরণের অপরাধে ওই প্রতিষ্ঠানের এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তুষার আহম্মেদ, বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মো. শাহ আলী। অভিযানে ৪ এপিবিএন সদস্যরা সহযোগিতা করেন।