Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় নকল ভেটেরিনারি ওষুধ কারাখানায় এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় নকল ভেটেরিনারি ওষুধ কারাখানায় এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা

শেরপুর নিউজ ডেস্কঃ : বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার নাফ এগ্রো লিমিটেডের প্রোপ্রাইটর ফেরদাউস হোসেনের এই জরিমানা করা হয়।

অভিযানকালে নকল, ভেজাল, মান ও অনুমোদনহীন বিভিন্ন ভেটেরিনারি ওষুধ উৎপাদনসহ মোটাতাজাকরণ ওষুধ বাজারজাতকরণের অপরাধে ওই প্রতিষ্ঠানের এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তুষার আহম্মেদ, বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মো. শাহ আলী। অভিযানে ৪ এপিবিএন সদস্যরা সহযোগিতা করেন।

Check Also

বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪ পাচ্ছেন যারা

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০২৪ সালের পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 17 =

Contact Us