শেরপুর নিউজ ডেস্কঃ বগুড়া শহরে সাবেক জামায়াত নেতার বাড়ির সিলিংয়ে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে এক শ্রমিক আহত হয়েছেন। ঘটনার পরপরই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। শুক্রবার (২ জুন) সকাল সোয়া ৯টার দিকে শহরের সূত্রাপুর এলাকার পৌর উচ্চ বিদ্যালয়ের পিছনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত শ্রমিকের নাম আব্দুল বাছেদ। তিনি শাজাহানপুরের আতাইলের বাসিন্দা ও সিএনজিচালিত অটোরিকশার চালক। মাঝেমধ্যে নির্মাণ শ্রমিকের কাজও করেন বাছেদ।
বাড়িটির ও্ই এলাকার সাবেক জামায়াত নেতা মৃত দুলাল হোসেনের। পরবর্তীতে তার মেয়ে সেলিনা আক্তার শিউলিমায়ের কাছে এই বাড়িটি ক্রয় করেন। সেলিনা শহরের সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
স্থানীয় সূত্র জানায়, বাড়ির মালিক দুলাল হোসেন জামায়াতে ইসলামী দল করতেন। প্রায় আট বছর আগে তিনি মারা যান। পরে বাড়িটি ক্রয় করে সেলিনা আক্তার মাকে নিয়ে সেখানেই তারা বসবাস করছিলেন।