শেরপুর নিউজঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় শিবগঞ্জ সরকারি এম এইচ কালেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ওই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা জনসভার রুপান্তরিত হয়েছে। সাধারণ জনগণ দেশের উন্নয়ন দেখে আওয়ামী লীগ সরকার কে অন্তরে স্থান দিয়েছে। কোন অপশক্তি পরবেনা দেশের উন্নয়ন রুখে দিতে। আবারও আওয়ামীলীগ সরকার গঠন করবে জনগণ। বর্তমান সরকারের সঙ্গে এখন দেশের সাধারণ জনগণ আছে।
এসময় ওই সভায় প্রধান বক্তা হিসেবে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এখানে হাজারও নেতাকর্মী তৈরি হয়েছে। দলের জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবেনা। সাধারণ জনগণ জাগ্রত হয়েছে।
বলেন, আমি আপনাদের এই কর্মী সভায় এসে সত্যি গর্বিত। এটা শুধু কর্মীসভা নয়, উন্নয়নের জনসভা। আপনাদের উপস্থিতি প্রমাণ করে বর্তমান সরকার আপনাদের ভোটে আবারও নির্বাচিত হবে।
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টি জামান নিকেতা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপালের অধ্যক্ষ ডা: রেজাউল আলম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ বি এম শাহজাহান চৌধুরী, মারুফ রহমান মুন্জু, রেজাউল করিম চঞ্চল, রামনারায়ন কানু, যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমদাদ, আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক বিহার ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক সোহেল আক্তার মিঠু, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযুদ্ধা আব্দুর রাজ্জাক বেলাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয় সম্পাদক সোহেল রানা মিন্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আল আমিন হোসেন, সহ প্রচার সম্পাদক আজিজুল হক খলিফা, দেউলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান জাহিদুল ইসলাম, পিরব ইউনিয়নের চেয়ারম্যান আসিফ মাহমুদ মিল্টন, আটমুল ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন, সেচ্ছাসেবক লীগের সভাপতি মেকাতলা ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কৃষক লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারন সম্পাদক, শাহিনুর ইসলাম, শ্রমীক লীগের সাধারণ সম্পাদক, মাসুদ রহমান, ছাত্রলীগ নেতা মাসুম পারফেজ মুকুল, রায়হান, রাকিব, আরমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।