সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / ধুনট / ধুনটে শ্বশুর বাড়িতে এসে দেখা পেলো না স্ত্রীর, মারা গেল স্বামী

ধুনটে শ্বশুর বাড়িতে এসে দেখা পেলো না স্ত্রীর, মারা গেল স্বামী

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে শ্বশুর বাড়িতে এসে স্ত্রীর সাক্ষাত না পেয়ে হঠাৎ অচেতন হয়ে গামেন্টস কর্মি শফিকুল ইসলামকে (৩০) হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছে। এদিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের গেটে লাশ ফেলে রেখে চলে গেছে শফিকুলের স্ত্রী শ্যামলী খাতুন (৩০)।

শুক্রবার (২ জুন) দুপুরের পর বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে শফিকুল ইসলামের মৃতদেহ ময়না তদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শফিকুল ইসলাম গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বজরুক জামালপুর গ্রামের মুন্টু আকন্দের ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাদাই গ্রামের আলতাব হোসেনের মেয়ে শ্যামলী খাতুন ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেখানে প্রেমের সম্পর্ক থেকে প্রায় ৩ বছর আগে শফিকুলের সাথে তার বিয়ে হয়।

স্বামী উপর অভিমান করে ১৫ দিন আগে কাদাই গ্রামে বাবার বাড়িতে আসেন শ্যামলী। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে শ্বশুর বাড়িতে এলে স্ত্রী তার সাথে সাক্ষাত করেনি। ওই দিন সন্ধ্যা পর্যন্ত অনেক চেষ্টা করেও স্ত্রীর সাক্ষাত মেলেনি। এরই মধ্যে শ্বশুড়বাড়ির লোকজন জামাইকে আপ্যায়ন করেন।

এক সময় পানি পান করে অচেতন হয়ে পড়েন শফিকুল। তখন স্বামীকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন শ্যামলী। শফিকুলের শারীরিক অবস্থার অবণতি হলে রাতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে রাত ৯ টার দিকে শফিকুলের মৃত্যুর পর শ্যামলী খাতুন ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।
নিহত শফিকুলের ভাই রফিকুল ইসলাম বলেন, শ্বশুরবাড়ির লোকজনের কাছে শফিকুল টাকা পাওনা আছে। পাওনা টাকা চাইতে গেলে তারা তারা পানির সাথে কৌশলে বিষাক্ত পদার্থ মিশিয়ে পান করায়, এতে সে অসুস্থ্য হলে চিকিৎসার নামে হাসাপাতালের গেটে লাশ ফেলে রেখে পালিে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, মারা যাওয়ার আগ পর্যন্ত শ্যামলী খাতুন তার স্বামীর সাথে ছিল কিন্ত মৃত্যুর পর লাশ হাসপাতালে ফেলে পালিয়েছে। ঘটনার পর শ্যামলী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। মৃতদেহর ময়না তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।

Check Also

ধুনটে উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

এম,এ রাশেদ: ধুনট উপজেলা বিএনপির কর্মী সমাবেশ শনিবার (২৬ই অক্টোবর) বিকেলে বগুড়া ধুনট সরকারি নঈম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =

Contact Us