Home / দেশের খবর / ৮০ ভাগ শেষ রংপুর-এলেঙ্গা মহাসড়কের কাজ

৮০ ভাগ শেষ রংপুর-এলেঙ্গা মহাসড়কের কাজ

শেরপুর নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, রংপুর-এলেঙ্গা মহাসড়কের ফোর লেনের কাজ ৮০ ভাগ এরই মধ্যে শেষ হয়েছে। অবশ্য ভূমি অধিগ্রহণের জটিলতায় কাজের গতি কিছুটা বিলম্বিত হয়েছে। আশা করা হচ্ছে এ বছরের শেষের দিকে সম্পন্ন হবে মহাসড়কের কাজ।

টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর ঢাকা মহাসড়কের নির্মাণাধীন ফোর লেনের কাজ পরিদর্শনে এসে গতকাল দুপুরে রংপুরের পীরগঞ্জের ফতেপুরে আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

Check Also

সেন্টমার্টিনে প্রবেশে নতুন নিয়ম

শেরপুর নিউজ ডেস্ক: এখন থেকে সেন্টমার্টিনে যেতে হলে স্থানীয় বাসিন্দাদের লাগবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। পর্যটকসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + eight =

Contact Us