শেরপুর নিউজ ডেস্কঃ পিরোজপুর ১ ও ২, কুমিল্লা ১, ২, ৬, ফরিদপুরসহ দেশের কয়েকটি জেলার মোট ১০-১২টা আসনের সীমানা আংশিক পরিবর্তন এনে ৩০০ সংসদীয় আসনের চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৩ জুন) সকালে ৩০০ আসনের এ পুনর্নির্ধারণের এ তালিকাটি সাংবাদিকদের হাতে এসেছে। তবে এখানে কটি আসনের সীমানায় পরিবর্তন আসছে তা স্পষ্ট করে বলা নেই। তবে ইসি প্রদত্ত তালিকা অনুযায়ী কুমিল্লা ১ ও ২, পিরোজপুর ১ ও ২, নোয়াখালী ১ ও ২ এবং ফরিদপুর ২ ও ৪ আসনের সীমানার কিছু পরিবর্তন আনা হয়েছে বলে ২০১৮ এর সংসদীয় আসনের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা গেছে।
আসন পূণবিন্যাসের বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, সারা দেশে মোট সর্বোচ্চ ১১ আসনের পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে আছে কুমিল্লায় ২-৩টি, পিরোজপুরের ২টি, নোয়াখালী ২-৩ টি এবং ফরিদপুরে ৩টি। মোট ১১টির মতো আসনে পরিবর্তন এসেছে, তবে না দেখে বলা সম্ভব নয় বলে জানান তিনি।