সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ার জজকোর্টে ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্থর স্থাপন

বগুড়ার জজকোর্টে ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্থর স্থাপন

শেরপুর নিউজঃ বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।

শনিবার (৩ জুন) বেলা ১০টার দিকে আদালত চত্বরে এর উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী।

বিচারপতি আবু জাফর সিদ্দিকী বলেন, বিচারপ্রার্থীরা আদাল‌তে বিচার চাইতে এসে যেন কোনো ধর‌নের সমস‌্যার সম্মুখীন না হন সেজন‌্য প্রধান বিচারপতির নির্দেশে সারা‌ দে‌শে ন‌্যায়কুঞ্জ বা বিশ্রামাগার নি‌র্মিত হ‌চ্ছে। এক হাজার স্কয়ার ফিটের বিশ্রামাগারে সুপেয় পানি, ক্যান্টিনের সুবিধা, ব্রেস্ট ফিডিং কর্নারসহ টয়লেটের ব্যবস্থা থাকবে। সব শ্রেণি-পেশার মানুষ যেন ন্যায়কুঞ্জের সুবিধা পান সেটা নিশ্চিত করতে হবে।

এ সময় বগুড়া জেলা ও দায়রা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরী, বগুড়া বারের সভাপতি ও সেক্রেটারিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

শেরপুর ডেস্ক: বগুড়ায় বৃহস্পতিবার মহান সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =

Contact Us