শেরপুর নিউজঃ বগুড়ায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রোববার (৪ জুন) বেলা ১১টার দিকে বগুড়া জিলা স্কুলে এ সাতদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিজ্ঞানের যথাযথ মাধ্যমে শিক্ষার্থীরা দেশকে বিশ্বের দরবারে পরিচিত করবে। আজকের ক্ষুদে বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করে দেশকে ডিজিটাল দেশে রূপান্তরিত করবে।’
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, জেলা শিক্ষা অফিসার মোঃ হজরত আলী।
আলোচনা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।