শেরপুর নিউজঃ বগুড়ার শেরপুর উপজেলায় বিদ্যুত উন্নয়ন বোর্ড ( নেসকো লি:) এর চাহিদার তুলনায় মিলছে প্রায় অর্ধেক বিদ্যুত। ফলে তীব্র গরমে আর লোডশেডিংয়ে জনগণের ত্রাহি ত্রাহি অবস্থা।
নেসকো লি এর বিক্রয় ও বিতরণ বিভাগ শেরপুর এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল জলিল জানান, শেরপুর উপজেলায় প্রায় ৪২ হাজার গ্রাহকের জন্য চাহিদা ১৮ মেগাওয়াট বিদ্যুত। সেখানে রবিবার (৪ জুন) বরাদ্দ পাওয়া গেছে ১০.৫ মেগাওয়াট বিদ্যুত। ফলে বাধ্য হয়ে ফিডারওয়াইজ লোডশেডিং করতে হচ্ছে।
এদিকে বিদ্যুত গ্রাহকেরা জানান, কোন পুর্ব ঘোষণা ছাড়াই যখন তখন লোডশেডিং করায় গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। যদি ফিডার ওয়াইজ রোষ্টার করে পুর্ব ঘোষণা দিয়ে লোডশেডিং করা হতো তাহলে কিছুটা হলেও ভোগান্তি কমতো ।