শেরপুর নিউজ ডেস্কঃ পাঁচ বছরে পর্যটন খাতে আয় হয়েছে ১২ হাজার ৭৮৮ কোটি ১৯ লাখ টাকা। এ সময়ে প্রায় ২০ লাখ পর্যটক বাংলাদেশ ভ্রমণ করেন। গতকাল রবিবার( ৪ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এর আগে গতকাল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সরকারদলীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, পর্যটন খাতে প্রতি বছর বিপুল পরিমাণ বার্ষিক বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) তথ্য উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, ২০১৭-২১ পর্যন্ত বাংলাদেশে এসেছে ১৯ লাখ ৯১ হাজার ২৩০ জন পর্যটক। এতে সরকারের রাজস্ব আয় হয় ১২ হাজার ৭৮৮ কোটি ১৯ লাখ টাকা। এর মধ্যে ২০১৯ সালে সর্বোচ্চ ৬ লাখ ২১ হাজার ১৩১ জন পর্যটক এসেছেন। এতে ৩ হাজার ২২০ কোটি ৫৮ লাখ টাকার রাজস্ব আসে।
সারা দেশে বর্তমানে ৫ হাজার ২৬৫টি সম্পত্তি বিনিময় মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সরকারদলীয় সংসদ সদস্য হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ভূমিমন্ত্রী।
দেশের ২৫টি জেলায় সম্পত্তি বিনিময় মামলা চলছে বলে জানান ভূমিমন্ত্রী। এর মধ্যে মৌলভীবাজারে সর্বোচ্চ ১ হাজার ২৮৫ মামলা চলছে।