শেরপুর নিউজঃ বগুড়ার শেরপুরে নিজের ওড়না গলায় পেঁিচয়ে ফুফুর বাড়িতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে অটিষ্টিক (বুদ্ধি প্রতিবন্ধী) কিশোরী আনিকা আক্তার (১৪)।
সোমবার (৫ জুন) বিকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর থানায় নিয়ে আসে।
নিহত কিশোরী আনিকা শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বিশালপুর পশ্চিমপাড়া গ্রামের দিনমজুর আয়নাল হকের মেয়ে। সে মানিকচাপড় অটিষ্টিট ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
স্থানীয়রা জানান, দুপুরে সে তার মায়ের নিকট থেকে ভাত খেতে চায়। কিন্তু তার মা তাকে ভাত না দেয়ায় এ নিয়ে দুইজনের ঝগড়া হয়। এক পর্যায়ে সে তার বাড়ির পার্শ্বে ফুফু বিলকিসের বাড়িতে গিয়ে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরে পুলিশ গিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।
শেরপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, ওই কিশোরীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত হলে জানা যাবে তার মৃত্যুর সঠিক কারণ কি ছিল।