সর্বশেষ সংবাদ
Home / পড়াশোনা / বন্ধ হচ্ছে না মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে ৬ নির্দেশনা

বন্ধ হচ্ছে না মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে ৬ নির্দেশনা

শেরপুর নিউজ ডেস্কঃ তীব্র দাবদাহের কারণে দেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ হলেও মাধ্যমিক-কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না।

সোমবার (৫ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক বিদ্যালয়গুলো গরমের কারণে ছুটি দেওয়া না হলেও এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকদের জন্য বেশ কিছু নির্দেশনা পাঠানো হয়েছে।

১. যেসব মাধ্যমিক স্কুলে প্রাথমিক স্তর রয়েছে সেসব বিদ্যালয়ে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত আগামী ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

২. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক সমাবেশ বন্ধ থাকবে।

৩. শিক্ষার্থীদের রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে।

৪. শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থী প্রয়োজনে নিজের সঙ্গে পানি নিয়ে আসবে।

৫. শ্রেণিকক্ষে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে।

৬. শিক্ষক, মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা নষ্ট থাকলে জরুরি ভিত্তিতে তা মেরামত করতে হবে।

Check Also

এ সপ্তাহে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি

শেরপুর নিউজ ডেস্ক: ৪৭তম বিসিএসে নিয়োগ বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রকাশ করা হতে পারে। এ বিসিএসে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 4 =

Contact Us