সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শিবগঞ্জ / শিবগঞ্জে গণতন্ত্র মঞ্চের পথসভা

শিবগঞ্জে গণতন্ত্র মঞ্চের পথসভা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবিতে বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় গণতন্ত্র মঞ্চের পথ সভা হয়েছে। সভার শেষের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের একটি মিছিল সেখানে গেলে চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। সোমবার (৫ জুন) বিকালে শিবগঞ্জ উপজেলার মোকামতলা জয়পুরের মোড় এলাকায় এই পথ সভা আয়োজিত হয়।

এতে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম। পথসভায় ভিডিও কনফারেন্সে বক্তব্যে রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার জুলুম করে ক্ষমতায় বসে আছে, এ সরকার অবৈধ, ভোটারাধিকার কেড়ে নিয়ে এ সরকার জনগণের বিপক্ষে অবস্থা নিয়েছেন, বর্তমান সরকার সংবিধান পরিবর্তন করে ক্ষমতা পাকাপোক্ত করার পায়তারা করছে, অনতিবিলম্বে সংবিধান পরিবর্তন করতে হবে, দেশে গণতন্ত্র ফিরে আনতে হবে, এই সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না, তাদেরকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে, জনগণকে রাস্তায় নেমে আসতে হবে, বিরোধী দলকে দমনের নীল নকশা তৈরি করেছে এ সরকার”।

সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, নাগরিক ঐক্য’র সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কাওসার, গণতন্ত্র মঞ্চের নেতা এ্যাডঃ সানোয়ার।

এসময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য নেতা আব্দুল বাছেদ বাদশা, বিদ্যুৎ আমিন সৈকত, এসএম সাদ্দাম হোসেন, সাইদুর রহমান সাগর, হারুনুর রশিদ, এনামুল হক, যুব নাগরিক ঐক্য নেতা অমিত হাসান, রশিদুল ইসলাম, নাগরিক নারী ঐক্য নেত্রী বিউটি বেগম, নাজমা খাতুন, ছাত্র ঐক্য নেতা রাশেদ মাহমুদ তুষার, সিয়াম চৌধুরী প্রমূখ।

সমাবেশের শেষ সময়ে এসে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে মোকামতলা বন্দরে মিছিল বের হয়। মিছিলে থাকা কতিপয় নেতা-কর্মীরা সমাবেশে বাধা দেয়ার চেষ্টা করে। কিন্তু ঘটনাস্থলে থাকা পুলিশ মিছিল ঠেকিয়ে দেয়। পরবর্তীতে বগুড়ায় ফেরার সময় মোকামতলা বন্দরে গণতন্ত্র মঞ্চের নেতাদের গাড়িবহরে ইট পাটকেল ছোড়ার চেষ্টা করে। ঘটনাস্থলে শিবগঞ্জ-সোনাতলা সার্কেলের সিনিয়র এএসপি তানভীর হাসান, মোকামতলা তদন্ত ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আশিক ইকবাল উপস্থিত ছিলেন।

তবে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে দাবি করা হয়, তারা শান্তি মিছিল করেছেন। কোনো বাধা সৃষ্টি করেননি।

Check Also

বগুড়ায় ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: ফরিদপুরের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট প্রদান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + seventeen =

Contact Us