সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শাহজাহানপুর / শাজাহানপুরে জাল টাকার নোটসহ গ্রেপ্তার ১

শাজাহানপুরে জাল টাকার নোটসহ গ্রেপ্তার ১

শেরপুর নিউজ ডেস্কঃ বগুড়ার শাজাহানপুরে জাল টাকাসহ সচীন চন্দ্র নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)। তিনি গাইবান্ধার খোলাহাটি এলাকার মৃত রাস মহন্তের ছেলে।

সোমবার (৫ জুন) সন্ধ্যায় শাজাহানপুরে সরকারি শাহ সুলতান কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সচীন দীর্ঘদিন ধরে জাল টাকার নোটের কারবার করে আসছে বলে মঙ্গলবার সকালে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, কোরবানির ঈদকে সামনে রেখে সচীন জাল নোট নিয়ে বগুড়া শাহ সুলতান কলেজের সামনে অবস্থান করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সচীনের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার একশো টাকার জাল নোট এবং সিমসহ একটি মোবাইল জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Check Also

শাজাহানপুরে সেপটিক ট্যাংক থেকে ২ পরিচ্ছন্নতা কর্মীর লাশ উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া শাজাহানপুরে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় দুই পরিচ্ছন্নতা কর্মীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 9 =

Contact Us