সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / মুক্তি পাচ্ছে শরৎচন্দ্রের ‘দত্তা’

মুক্তি পাচ্ছে শরৎচন্দ্রের ‘দত্তা’

শেরপুর নিউজ ডেস্কঃ প্রখ্যাত ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার রচিত উপন্যাসের মধ্যে অন্যতম হচ্ছে ‘দত্তা’। এই উপন্যাসটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই সিনেমা হয়েছে অনেক। ইতিহাস ঘেটে জানা যায়, ১৯৫১ সালে এ উপন্যাস অবলম্বনে পরিচালক সৌমেন মুখার্জি নির্মাণ করেন সিনেমা। এতে বিজয়া চরিত্রে অভিনয় করেন সুনন্দা দেবী।

১৯৭৬ সালে অজয় কর নির্মাণ করেন আরেকটি সিনেমা। এতে বিজয়া চরিত্রে অভিনয় করেন মহানায়িকা সুচিত্রা সেন।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এ উপন্যাস অবলম্বনে এবারের নির্মিত সিনেমাটি নির্মল চক্রবর্তী নির্মাণ করেছেন। এ সিনেমায় বিজয়া চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এটি আগামী শুক্রবার (১৬ জুন) মুক্তি পাবে এটি।

এ প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘সুচিত্রা সেন বা সুনন্দা দেবী দত্তা করেছেন। সুনন্দা দেবীর ‘দত্তা’-এর সময় আমার জন্ম হয়নি। সুচিত্রা সেনের ‘দত্তা’-এর সময়ে আমার জন্ম হয়েছে। কিন্তু তখন একেবারেই ছোট ছিলাম। আমার মনেও নেই, পরে দেখেছি। তিনি মহানায়িকা, নমস্য ব্যক্তি। তার সঙ্গে তুলনাও ধৃষ্টতা।’

Check Also

অস্কারে সেরা ছবির দৌড়ে বাংলা সিনেমা ‘পুতুল’

  শেরপুর নিউজ ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। এই অস্কারে ‘সেরা ছবি’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + sixteen =

Contact Us