শেরপুর নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে ডাব খাইয়ে অচেতন করে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় উদ্ধারের পর গতকাল সোমবার উদ্ধার পর হাসপাতালে নিলে মঙ্গলবার (৬ জুন) সকালে ওই ছাত্রীর জ্ঞান ফেরে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারদিন হাসান স্বাধীন নামে এক তরুণের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কমপক্ষে ৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন কলেজছাত্রীর বাবা।
স্বাধীন শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড (মার্কাজ মসজিদ) এলাকার বাসিন্দা।
ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, শ্রীপুরের একটি কলেজের উচ্চ মাধ্যমিকে পড়েন ওই ছাত্রী। সোমবার সকালে পরীক্ষা দিতে বাড়ি বের হন। বিকেল ৩টার দিকে বাড়ি না ফেরায় ছাত্রীর মোবাইলে কল করলে রিসিভ হয়নি। বিকেল ৪টার পর ওই ছাত্রীর কল রিসিভ করেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। ওই ব্যক্তি জানান, ছাত্রীকে গোসিঙ্গা-রাজাবাড়ী সড়কের কুটুমবাড়ী রিসোর্টের সামনে থেকে কয়েকজন যুবক ইজিবাইকে তুলে দিয়েছেন।
পরে শ্রীপুরের কাপাসিয়া সড়কের পটকা এলাকা থেকে ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে ওই ছাত্রীর জ্ঞান ফিরলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে জানান।
জ্ঞান ফেরার পর ওই ছাত্রী জানান, তার ছোট ভাইয়ের নাম স্বাধীন। স্বাধীনের এক বন্ধু স্বাধীন ওই ছাত্রীর কাছে নিজেকে তার ছোট ভাইয়ের বন্ধু পরিচয় দিয়ে দুইদিন আগে কথা বলেন। সোমবার কলেজ থেকে বের হলে ছোট ভাইয়ের বন্ধু পরিচয় দেওয়া স্বাধীন তাকে দেখে ডাব খাওয়ানোর প্রস্তাব দেন। একপর্যায়ে অনেকটা জোর করেই ডাব খাওয়ান। এরপর থেকে তিনি আর কিছু বলতে পারেননি।
কলেজছাত্রী জানান, স্বাধীন তার শরীরে থাকা নাকফুল, কানের দুল, ব্রেসলেট ও গলার চেইন ছিনিয়ে নিয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লুবনা আক্তার বলেন, সোমবার সন্ধ্যায় ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার অসুস্থতার ধরন অনুযায়ী আমাদের এখানে ব্যবস্থা না থাকায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম বলেন, এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের লিখিত অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীর বাবা এসেছিলেন। ছাত্রীকে নিয়ে আসার জন্য খবর পাঠানো হয়েছে। তারা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান।