ধুনট (বগুড়া) প্রতিনিধি: তীব্র দাবদাহে খাল, বিল, পুকুর শুকিয়ে যাচ্ছে। বৃষ্টির দেখা নেই। পানির তাপমাত্রা বাড়ার কারণে বিপাকে ও লোকসানে পড়েছেন মাছচাষিরা। কয়েক দিনের টানা তীব্র গরমে বগুড়ার ধুনট উপজেলায় বিভিন্ন জলাশয়ের মাছ মরে যাচ্ছে। এক সপ্তাহে কমপক্ষে ৩০০ মেট্রিক ট্রন মাছের ক্ষতি হয়েছে।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় বিভিন্ন আয়তনের প্রায় ২ হাজার পুকুর ও জলাশয় রয়েছে। এছাড়া ৩টি নদী আছে। যেখানে চাষ ছাড়াও প্রাকৃতিকভাবেই মাছ পাওয়া যায়। মাছ চাষের জন্য ২৫ থেকে ৩২ ডিগ্রি আদর্শ তাপমাত্রা। সাধারণত পুকুরের পানির স্তর পাঁচ ফুটের ওপরে থাকলে মাছের ক্ষতির আশঙ্কা কম থাকে।
কিন্তু বৃষ্টি না হওয়ায় পুকুরের পানির স্তর হু হু করে নামছে। এতে দেখা দিয়েছে অক্সিজেনের সংকট। আর পানিতে অক্সিজেন না পেয়ে হাঁসফাঁস করছে মাছ। ফলে মাছের ক্ষতির আশঙ্কাও বাড়ছে। এ উপজেলায় ২০২২-২০২৩ অর্থবছরে মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা ৪ হাজার ২০০ মেট্রিক টন। তবে এবার গরমের কারণে উৎপাদন কম হতে পারে।
উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুজাদৌলা রিপন বলেন, শত বিঘা আয়তনের জলাশয়ে বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এই দুইদিনে গরমের কারণে আমার প্রায় ৩০০ মণ মাছ মরে গেছে। এই গরমে মাছ তো দূরের কথা, মানুষেরও জীবনযাপন কষ্টকর হয়ে গেছে।
একটু বৃষ্টি হলে আবহাওয়া ঠান্ডা হতো। আর যদি ঠিকমতো বিদ্যুৎ থাকতো, তাহলে সমস্যা এত তীব্র হতো না। গরমে আমার প্রায় ১৫-২০ লাখ টাকা লোকসান হয়েছে। এলাকার অন্য চাষিদেরও আমার মতো অবস্থা।
মাছচাষি ফজলার রহমান বলেন, আমার দুটি পুকুর আছে। গরমে মাছ ছটফট করছে। মাছ বাঁচাতে স্যালোমেশিন দিয়ে পুকুরে পানি দিচ্ছি। সময় না হলেও কিছু মাছ তুলে বিক্রিও করে দিয়েছি।
ধুনট উপজেলা মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক বলেন, প্রচণ্ড উত্তাপের হাত থেকে মাছ বাঁচাতে পুকুরে চুন মিশিয়ে দেওয়া ও সেচযন্ত্র দিয়ে পানি দেওয়া এবং পুকুরের পানি টানা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাহলে পানিতে অক্সিজেনের জোগান বাড়বে। তখন মাছ স্বস্তি পাবে।