শেরপুর নিউজঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ঐতিহাসিক ছয় দফা দিবস বগুড়ার শেরপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (৭ জুন) সকাল ৮টায় শেরপুর শহরের বাসষ্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।
পরে দলীয় কার্যালয়ে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়।
পরে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড আলহাজ্ব গোলাম ফারুক।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব শাহজামাল সিরাজী, সহ সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, সহ সভাপতি সম হাফিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহাব, যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, আইনবিষয়ক সম্পাদক এ্যাড.খালেদ মোশাররফ, দপ্তর সম্পাদক রবিউল হাসান বাবু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদুজ্জামান দুলালু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ আল মালেক, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু, শ্রম বিষয়ক সম্পাদক নাজমুল হক লুলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব কারিমুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ড্যানি প্রমুখ।