শেরপুর নিউজ ডেস্কঃ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পেঁয়াজসহ কৃষি পণ্যের মজুত গড়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য শুধু ঢাকায় নয়, আঞ্চলিক ভিত্তিতে সংরক্ষণাগার নির্মাণের কথা বলেছেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি কেন এত বেশি হবে। আমরা এটিকে নিয়ন্ত্রণের জন্য কৃষিপণ্য সংরক্ষণ করব। মূল্যস্ফীতি বৃদ্ধির ফলে মানুষ কষ্টে আছে। মূল্যস্ফীতি আর বাড়তে দেওয়া যাবে না। এটা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নতুন ও পুরাতন মিলে ১৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে এসব বিষয় জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন-পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এমদাদ উল্লাহ মিয়ান, আব্দুল বাকী, একেএম ফজলুল হক, আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন প্রমুখ।
পরিকল্পনামন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী বলেছেন আমরা স্বীকার করে নিচ্ছি মূল্যস্ফীতি ও লোডশেডিংয়ে মানুষ কষ্টে আছে। কিন্তু স্বীকার করে বসে থাকলে তো হবে না। নানা কৌশল দিয়ে এটাকে মোকাবিলা করতে হবে। এজন্য যেসব পণের দাম হাঠাৎ করে বেড়ে যায়, যেমন চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের মজুত বাড়াতে হবে। টিসিবকে শক্তিশালী করতে হবে। এছাড়া ডলার সংকট সমাধানে জি টু জি (বিভিন্ন দেশের সরকারের সঙ্গে করা চুক্তি) ভিত্তিতে নেওয়া ঋণের ব্যবহার বাড়াতে হবে। এক্ষেত্রে তাদের (ঋণদাতাদের) গাফিলতি থাকলে ভিন্ন কথা। কিন্তু আমাদের দিক থেকে যেন কোনো সমস্যা না থাকে। সেইসঙ্গে ডলার সংকট মোকাবিলায় মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে তিনি (প্রধানমন্ত্রী) বলেন, প্রকল্পে সরকারি বিধিনিষেধ মেনে গাড়ি ক্রয় করতে হবে।
ব্রিফিংয়ে এমএ মান্নান বলেন, পরিকল্পনা কমিশনের সদস্যরা প্রকল্প প্রস্তাবের গভীরে গিয়ে নিখুঁতভাবে মূল্যায়ন করে থাকেন। যদিও এখন এ কাজটা করা হচ্ছে। সেটি আরও কঠোরভাবে করা হবে। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ডলার সংকট সাময়িক। আমরা আশা করি আমাদের রিজার্ভ বাড়বে। কুরবানির ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্স বেড়ে যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী অর্থবছর ৬ শতাংশের মধ্যে মূল্যস্ফীতি রাখা যাবে কিনা সেটি নিয়ে সংশয় আছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগগুলো দ্রুত নিলে কার্যকর ফল পাওয়া যাবে। যেমন আমাদের বাণিজ্যমন্ত্রী কয়েকদিন আগে বললেন দাম না কমালে পেঁয়াজ আমদানি করা হবে। কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ২ সপ্তাহ সময় লাগল। যখনি আমদানির চিঠি এলো, তখনই দাম কমতে শুরু করে দিল। তাই যদি বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের পরপরই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হতো, তাহলে মানুষকে ৮০-১০০ টাকায় পেঁয়াজ খেতে হতো না। অপর এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে কিছু পণ্যের দাম কমলেও সেগুলোর প্রভাব এখনো দেশে পড়েনি। কেননা আরও আগে বেশি দামেই সেগুলোর আমদানির জন্য এলসি খোলা হয়েছে। এছাড়া ডলারের দামতো কমেনি। আমরা কম ডলার দিয়ে কিনলেও দেশীয় মুদ্রায় সেটি বেশি হয়ে যাচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের অনেক পথ আছে। হাওড় থেকে খাতুনগঞ্জ পর্যন্ত বাজার ব্যবস্থা মসৃণ করতে হবে। পণ্য পরিবহণে চাঁদাবাজি, রাস্তায় প্রতিবন্ধকতা দূর করতে হবে। এক কথায় বাজার ব্যবস্থাকে সহজ করতে হবে। তাহলেই মূল্যস্ফীতিতে ইতিবাচক প্রভাব আসবে।
উচ্চ শিক্ষা উন্নয়নসহ ১৮ প্রকল্প অনুমোদন : হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশনসহ ১৮ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৩৮৭ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে সাত হাজার ৪৪৫ কোটি ৩৪ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে তিন হাজার ৮৬১ কোটি ৭৯ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৮০ কোটি ৭৮ লাখ টাকা ব্যয় করা হবে।