শেরপুর নিউজঃ বগুড়ার শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের কয়েকটি গ্রামে আকস্মিক ঝড়ে কাচাঁঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার ১০নং শাহবন্দেগী ইউনিয়নের চকদেউলী, পাঁচআনা, আন্দিকুমড়া, কানাইকান্দর ও ঘোলাগাড়ি এলাকায় এই ঝড় বয়ে যায়।
এতে প্রায় ১৫/২০টি কাঁচাঘর ভেঙ্গে পড়ায় বিপাকে পড়েছে ঘরের মালিক পরিবারের সদস্যরা। তারা অধিকাংশই নিন্মআয়ের মানুষ বলে জানা গেছে।
শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ জানান, দুপুরের ঝড়ে বেশ কিছু এলাকায় ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে পড়ে। খবর পেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সাহায্য প্রদান করেছি। তবে তাদের জন্য আরো সাহায্য প্রয়োজন বলে তিনি জানান।