শেরপুর নিউজঃ জাতীয় বাজেটে ক্ষেতমজুরদের জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করা হয়েছে। বৃহস্পতিবার (০৮জুন) দুপুরের পর উপজেলা ক্ষেতমজুর সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করেন।
সংগঠনটির উপজেলা শাখার সভাপতি আব্দুস ছামাদের সভাপতিত্বে শহরের স্থানীয় বাসস্ট্যাণ্ডে ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পাশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপি চলা ওই কর্মসূচিতে বক্তব্য রাখেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুর ফরিদ, উপজেলা শাখার সভাপতি হরিশংকর সাহা, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সদস্য শ্রী-কান্ত মাহাতো, শেরপুর উপজেলা শাখার সভাপতি কমল তুরি সিং, সাধারণ সম্পাদক নিমাই ঘোষ, সমিতির নেতা বীরমুক্তিযোদ্ধা শ্রীকান্ত চন্দ্র মহাতো, শাজাহান আলী সাজা প্রমূখ বক্তব্য রাখেন।
পরে একই দাবিতে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট স্মারকলিপি দেন ক্ষতমজুর সমিতির নেতারা। এতে আট দফা দাবি বাস্তবায়নের আহবান জানানো হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ক্ষেতমজুরদের জীবনের মান উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ দিতে হবে। গ্রাম ও শহরে রেশন চালু, কাজের নিশ্চয়তা, ন্যায্য মজুরিসহ ৬০বছর বয়স্কদের জন্য পেনশন ভাতা চালু করতে হবে। ক্ষেতমজুরদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কাজের জন্য বিদেশে পাঠানো এবং একশ’ দিনের কাজের ব্যবস্থা করা। সরকারি খাস জমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেওয়াসহ দৈনিক নূন্যতম ৮০০ টাকা মজুরি নির্ধারণ করতে হবে। স্থানীয় হাসপাতালে চিকিৎসার মান উন্নত করতে হবে। যাতে করে সব রোগের চিকিৎসা করা সম্ভব হয়। সর্বোপরি আদিবাসী ক্ষেতমজুরদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জোর দাবি জানান বক্তারা।