শেরপুর নিউজ ডেস্কঃ অর্থের বিনিময়ে ব্লু টিক চালু করেছিল টুইটার। এবার সেই টুইটারের পথে হাটলেন ফেসবুক। ভারতে অর্থের বিনিময়ে ব্ল টিক সুবিধা চালু করেছে মেটা।
এই সাবস্ক্রিপশন মডেল অনেকটা টুইটার ব্লু-এর মতোই। প্রতি মাসে নির্দিষ্ট টাকা দিয়ে এই ব্লু ব্যাজ পাওয়া যায়।
মেটা জানিয়েছে, বিশ্বের কয়েকটি দেশে এই ফিচারের প্রাথমিক পরীক্ষার করা হয়। সেখানে ভালো ফলাফল পাওয়া পর আমরা ভারতে এই ভেরিফায়েড পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।
এই সাবস্ক্রিপশন মডেলে অধীনে ইউজারের অ্যাকাউন্ট যাচাই করার পর তাদের ব্লু ব্যাজ দেওয়া হবে। এই যাচাই করা জন্য সরকারি পরিচয়পত্র দেখাতে হবে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই মেটা ভেরিফায়েড পাওয়া যাবে।
এর আগে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পরীক্ষা করা হয়েছিল মেটা ভেরিফায়েড। সরকারি পরিচয়পত্র যাচাই করার পর সেউ ইউজারের অ্যাকাউন্টে ব্লু টিক দেওয়া হবে। তবে এর জন্য খরচ করতে হবে টাকা।
মেটা জানিয়েছে, ব্লু ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো ফেক অ্যাকাউন্ট থেকে সুরক্ষিত থাকবে, পাশাপাশি যারা অনলাইন দর্শক বাড়াতে চান তাদের সাহায্য করা হবে। অ্যাকাউন্ট সংক্রান্ত কোনোরকম অসুবিধা হলে তার সাপোর্ট দেওয়া হবে ইউজারদের।