Home / দেশের খবর / নির্বাচন অভ্যন্তরীণ বিষয়, হস্তক্ষেপ করবে না রাশিয়া

নির্বাচন অভ্যন্তরীণ বিষয়, হস্তক্ষেপ করবে না রাশিয়া

শেরপুর নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কি বলেছেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এই বিষয়ে রাশিয়া হস্তক্ষেপ করবে না। নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তাদের সঙ্গে একযোগে কাজ করবে রাশিয়া।

বৃহস্পতিবার (৮ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ অভিমত ব্যক্ত করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত আরও বলেন, ‘নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। রাশিয়া এতে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। নির্বাচনের পর যারা সরকার গঠন করবে আমরা তাদের সঙ্গে একযোগে কাজ করব। তবে আমরা আশা করি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মতো জাতীয় সংসদ নির্বাচনও অবাধ ও সুষ্ঠু হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজে কোনো প্রভাব পড়বে না উল্লেখ করে আলেকজান্ডার ম্যান্টিটস্কি বলেন, ‘নির্ধারিত সময়সূচি বজায় রেখেই বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে এই কেন্দ্রের রিঅ্যাক্টর প্রেশার ভেসেল স্থাপন সম্পন্ন হয়েছে। আগামী অক্টোবরে নিউক্লিয়ার জ্বালানিও এসে যাবে। যথাসময়ে এই বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হবে।’

এসময় চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ার অনারারি কনসাল স্থপিত আশিক ইমরানও উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা’র সভাপতিত্বে এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শাহরিয়ার

সম্প্রতি রাশিয়া, চীন ও ভারত সহ কয়েকটি দেশের সমন্বয়ে গড়ে ওঠা ‘ব্রিকস’ নতুন মুদ্রা চালুর যে ঘোষণা দিয়েছে, তার অগ্রগতি জানতে চাইলে রুশ রাষ্ট্রদূত বলেন, ‘পশ্চিমা বিশ্বে ডলারের একচেটিয়া আধিপত্য খর্ব করতে বিকল্প মুদ্রা চালু করার উদ্যোগ নিয়েছে ব্রিকস। এ বিষয়ে চীন, ভারত কাজও শুরু করেছে। আপাতত এর চেয়ে বেশি কিছু আমি জানি না।’

তবে অতিসম্প্রতি বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে মার্কিন ভিসানীতি সম্পর্কে জানতে চাইলে এই কূটনীতিক বলেন, ‘এটি দুই দেশের দ্বি-পাক্ষিক বিষয়।’

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘রাশিয়ার ‘গ্যাজপ্রম’ ২০১২ সাল থেকে বাংলাদেশে গ্যাসের অনুসন্ধানকাজ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তারা তাদের ২০তম কূপ খনন করেছে ভোলা জেলায়। আমরা বাংলাদেশে কার্যক্রমের পরিধি আরও বাড়াতে আগ্রহী।’

রাশিয়া বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘২০২২ সালে আমাদের সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ৯ লাখ ২০ হাজার মেট্রিক টন গম রফতানি করেছে। ২০১৪ সাল থেকে রাশিয়া বাংলাদেশে পটাশ সারের অন্যতম প্রধান রফতানিকারক দেশ।’

দ্বি-পাক্ষিক বাণিজ্য বাড়াতে রাশিয়ায় বাংলাদেশি পণ্য রফতানির উদ্যোগও নেয়া হয়েছে বল জানান রাষ্ট্রদূত।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন এবং রাশিয়ান কোম্পানি ন্যাশনাল গ্রুপ এলএলসি’র মধ্যকার সমঝোতা স্মারক সইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে রাশিয়ায় আলু এবং অন্যান্য খাদ্যসামগ্রী সরবরাহ করা যাবে। রাশিয়ার বাজারে বাংলাদেশে তৈরি ওষুধ, পাট, চামড়া এবং সামুদ্রিক খাবারের চাহিদা রয়েছে এবং এর যথেষ্ট সম্ভাবনাময় বাজার রয়েছে।’বা

Check Also

ঢাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি

শেরপুর নিউজ ডেস্ক: ব্যাপক গণ-বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 8 =

Contact Us