শেরপুর নিউজঃ অভিনব কায়দায় মোটর সাইকেলে ফেন্সিডিল বহনকালে বগুড়ার শেরপুর মোটরসাইকেল ও ফেন্সিডিলসহ ফারুক হোসেন (৩১) নামের এক মাদক ব্যবসায়িকে বৃহস্পতিবার ( ৮জুন) সকাল ৮টার দিকে পৌরশহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ফারুক হোসনে জয়পুরহাট জেলা সদরের গঙ্গাগাসপুর এলাকার মৃত কল বক্সের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার পুলিশ পরিদর্শক ইব্রাহিম খান জানান, ফারুক হোসনে দীর্ঘদিন ধরে হিলি থেকে মাদক নিয়ে শেরপুর ও রায়গঞ্জ উপজেলায় সরবরাহ করে আসছে। বৃহস্পতিবার ভোরে মোটরসাকেলের সিটের নিচে করে ফেন্সিডিল নিয়ে চান্দাইকোনা এলাকায় যাচ্ছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসষ্ট্যান্ড করতোয়া এলাকায় পৌছালে পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। এতে (আরটি আর এ্যাপচি) মোটরসাইলেকটি নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায়। পরে মোটরসাইকেলের ভিতরে থাকা ৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। এবং মোটরসাইকেলও জব্দ করা হয়।
শেরপুর থানা অফিসার ইনচার্জ বাবু কুমার শাহা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।