Home / রাজনীতি / না ফেরার দেশে সিরাজুল আলম খান

না ফেরার দেশে সিরাজুল আলম খান

শেরপুর নিউজ ডেস্কঃ না ফেরার দেশে চলে গেছেন বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই)।

শুক্রবার দুপুরে (৯ জুন) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারি মোঃ রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর সোয়া দুইটার দিকে ঢামেক হাসপাতালের লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে।

উল্লেখ্য, ৮৩ বছর বয়সী সিরাজুল আলম খানকে দেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে বিবেচনা করা হয়। ১৯৪১ সালে জন্ম নেয়া এই কিংবদন্তী রাজনীতিককে গত কয়েক বছর ধরে নিয়মিত হাসপাতালে যেতে হচ্ছে। দেশে এবং বিদেশে দীর্ঘ সময় চিকিৎসা নিয়েছেন তিনি।

বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্দোলন-সংগ্রামের লক্ষ্যে ষাটের দশকের প্রথমার্ধে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা ‘স্বাধীনতার নিউক্লিয়াস’ গঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন এই ছাত্র নেতারা।

Check Also

নির্বাচনের ডেটলাইন দিতে এতো দ্বিধা-সংকোচ কেন-অন্তর্বর্তী সরকারকে রিজভী

  শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + eighteen =

Contact Us