সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / রাজনীতিতে কেন ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত ছিলেন ‘দাদা ভাই’

রাজনীতিতে কেন ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত ছিলেন ‘দাদা ভাই’

শেরপুর নিউজ ডেস্কঃ অন্তরালে থাকতেই পছন্দ করতেন তিনি, চলে গেলেন অনন্তের পথে। বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ের যবনিকাপাত ঘটল প্রায় নিভৃতে।

সিরাজুল আলম খানের জন্ম ১৯৪১ সালের ৬ জানুয়ারি বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে। তিনি ১৯৬১ সালে ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক এবং ১৯৬৩ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কাজী আরেফ আহমেদের নেতৃত্বে ষাটের দশকের প্রথমার্ধে পাঁচজন ছাত্রনেতাকে নিয়ে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা স্বাধীনতার ‘নিউক্লিয়াস’ গঠিত হয়, যার অন্যতম নীতিনির্ধারক ছিলেন সিরাজুল আলম খান। পরে ছাত্র-তরুণদের আন্দোলন ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাঁরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন এই ছাত্রনেতারা।

১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠিত হয় তাঁর উদ্যোগেই। তিনি কখনও নেতৃত্বে না এলেও জাসদ নেতাদের ‘তাত্ত্বিক গুরু’ হিসেবে পরিচিত। তাঁকে সবাই ‘দাদা ভাই’ নামেই ডাকেন। তবে তিনি কখনও জনসম্মুখে আসতেন না এবং বক্তৃতা-বিবৃতিও দিতেন না। আড়ালে থেকে তৎপরতা চালাতেন বলে বাংলাদেশের রাজনীতিতে রহস্য পুরুষ হিসেবে পরিচিতি পান। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কাটিয়ে আসা চিরকুমার সিরাজুল আলম খান রাজধানীর কলাবাগানে ভাইদের সঙ্গেই থাকতেন।

স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান সংগঠক সিরাজুল আলম খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান। ১৯৭২ সালে জাসদ প্রতিষ্ঠার আগ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এই বাম তাত্ত্বিকের বয়স হয়েছিল ৮২ বছর।

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম খানের মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি। শোক জানিয়েছেন বিভিন্ন দল ও সংগঠনের নেতা এবং দেশের বিশিষ্ট ব্যক্তিরাও।

Check Also

দেশে আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

শেরপুর নিউজ ডেস্ক: দেশে আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে।দলটির নাম বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − nine =

Contact Us