সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় কোরবানির পর্যাপ্ত পশু থাকলেও দাম নিয়ে শঙ্কা

বগুড়ায় কোরবানির পর্যাপ্ত পশু থাকলেও দাম নিয়ে শঙ্কা

শেরপুর নিউজ ডেস্কঃ গত বছরের তুলনায় গো-খাদ্যের দামের খুব একটা হেরফের না হলেও এবার কোরবানির পশুর দামের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে আগেভাগেই। গত এক বছরে সিন্ডিকেট মাংস ব্যবসায়ীদের কারণে মাংসের দাম বছর ঘুরে বেড়েছে দেড় থেকে ২শ’ টাকা পর্যন্ত। আর এ কারণে গত এক বছর গো-খাদ্যের দাম স্থিতিশীল থাকার পরেও কোরবানির পশুর দাম বাড়ার শঙ্কা তৈরি হয়েছে।

গরু প্রতিপালনের অন্যতম উপকরণ খড়, ভুষি, চালের কুড়া, ধানের গুড়া, খৈল, ঘাস ও ক্যাটেল ফিডের দাম গত বছর যে রকম ছিল চলতি বছরও তা প্রায় একই। তবে খামারি ও গরু প্রতিপালনকারীরা বলছেন, কোরবানির জন্য পশু কিনতে গেল গত বছরের তুলনায় দাম পড়ছে ১০ থেকে ১৫ হাজার টাকা বেশি, ফলে গো-খাদ্যের দামের হেরফের না হলেও এবার বাড়তি দামের বোঝা চাপবে কোরবানি দাতাদের ওপর।

বগুড়া সদরের গো-খাদ্য বিক্রেতা শফিকুল ইসলাম ও সাজেদুর রহমান জানান, ৩৭ কেজির মোটা ভুষির বস্তা ১ হাজার ৭শ’ টাকা, ৫৫ কেজির চিকন ভুষির বস্তা ২৬শ’ থেকে ২৭শ’ টাকা, যা প্রায় গত বছর একই দাম ছিল। এছাড়াও চালের কুড়া গত বছর ৩২/৩৫ টাকা, চলতি বছর ৩৫/৩৬, ধানের গুড়া গত বছর ১৬/১৮ টাকা চলতি বছর ১৪/১৬ টাকা, খৈল গত বছর ৪৮/৫০ টাকা, বর্তমানে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গরু প্রতিপালনকারী সাজু মিয়া বলছেন, গো-খাদ্যের দাম গত কোরবানির ঈদের আগে যে রকম ছিল এবার প্রায় একই, তারপরেও কোরবানির ৩/৪ মাস আগে প্রতিপালনের জন্য গরু কিনতে গিয়ে ছোট গরু প্রতিটি ৮/১০ হাজার এবং বড় গরুতে ১২/১৫ হাজার টাকা বেশি পড়ছে।

তিনি আরও বলেন, মূলত গত এক বছরে গরুর মাংসের দাম যেভাবে বেড়েছে সেই সিন্ডিকেটের কারণেই এবার কোরবানির পশুর দাম বেশি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

বগুড়া সদরের খামারি আব্দুর রউফ বলছেন, ক্যাটেল ফিডের দাম গত বছর ছিল সাড়ে ১৩শ’ থেকে ১৪শ’ টাকার মধ্যে এবারও দাম পড়ছে ১ হাজার ৩২৫ থেকে ১ হাজার ৩৫০ টাকা। এছাড়াও অন্যান্য পণ্যের ও গো-খাদ্যের দাম গত বছরের মতোই, তারপরেও এবার কোরবানির পশু গত বছরের তুলনায় বেশি হবে বলে মনে হচ্ছে।

এদিকে গরু ব্যবসায়ী শফিকুল ইসলাম বলছেন, এখন পর্যন্ত কোরবানির পশুর হাট জমে উঠেনি। যাদের বাড়িতে গরু রাখার জায়গা রয়েছে তারা শখ করে কোরবানির জন্য পশু কিনছেন। দামের ব্যাপারে জানতে চাইলে এই ব্যবসায়ী বলছেন, গত বছরের তুলনায় এবার বিভিন্ন আকারের গরু প্রতি ১৫/২০ হাজার টাকা পর্যন্ত বেশি দামে কিনতে হবে বলে মনে হচ্ছে, কারণ গত বছরের তুলনায় প্রতি কেজি গরুর মাংসে দাম বেড়েছে ১শ’ থেকে দেড়শ’ টাকা পর্যন্ত।

আরেক ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, এবার কোরবানির জন্য পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে। তবে গত বছরের তুলনায় মাংসের দাম বাড়ায় কোরবানি দাতাদের বাড়তি টাকা দিয়ে এবার পশু কিনতে হবে। এদিকে জেলা প্রাণিসম্পদ অফিস বগুড়া সূত্রে জানা গেছে, এবারের কোরবানির জন্য জেলার মোট ৪৪ হাজার ৩২৯ জন খামারি তাদের পশু প্রস্তুত করেছেন। গত বছর কোরবানির জন্য পশু প্রস্তুত ছিল ৪ লাখ ২৭ হাজার ২৯৫টি, এবার তা ২ লাখ ৯৯ হাজার ৩০২টি বাড়িয়ে প্রস্তুতকৃত পশুর পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ২৬ হাজার ৫৯৭টি।

প্রস্তুতকৃত পশুর সাথে এবার বেড়েছে কোরবানির পশুর চাহিদাও। গত বছর পশুর চাহিদা ছিল ৩ লাখ ৫৯ হাজার ৩৭৫টি, এবার তা ধরা হয়েছে ৭ লাখ ৪ হাজার ৪৬০টি। গত বছরের তুলনায় বগুড়ায় কোরবানির পশুর চাহিদা বেড়েছে ৩ লাখ ৪৫ হাজার ৮৫টি। চলতি বছর জেলায় কোরবানির পশুর চাহিদার বিপরীতে প্রস্তুতকৃত পশু উদ্বৃত্ত রয়েছে ২২ হাজার ১৩৭টি।

তবে জেলা প্রাণিসম্পদ অফিস বগুড়ার দেওয়া কোরবানির পশুর চাহিদা ও প্রস্তুতকৃত পশু নিয়ে দ্বিমত পোষণ করে সংশ্লিষ্টরা বলছেন, গো-খাদ্যের দাম প্রায় গত বছরের মতোই আছে, জেলায় চাহিদার তুলনায় কোরবানির পশুও রয়েছে উদ্বৃত্ত; তাহলে গত বছরের তুলনায় কেন এবার কোরবানির পশুর দাম বেশি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে বা কেন বেশি টাকা দিয়ে পশু কিনতে হচ্ছে।

Check Also

শেখ হাসিনার মতো আর স্বৈরাচার সরকার চাই না : মান্না

শেরপুর নিউজ ডেস্ক: নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘দীর্ঘ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =

Contact Us