শেরপুর নিউজঃ বগুড়ায় র্যাবের অভিযানে ৭৮ বোতল ফেন্সিডিলসহ শরিফুল ইসলাম সবুজ (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ জুন) রাত সাড়ে ৯ টার দিকে সদরের গোকুল বাজার এলাকার রংপুর-বগুরা মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম লালমনিরহাট জেলা সদরের তালুক হারাটি সরকারটারী এলাকার মতিউর রহমানের ছেলে।
রোববার (১১ জুন) দুপুরে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদরের গোকুল বাজার এলাকার রংপুর-বগুরা মহাসড়ক এলাকায় র্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে সবুজ নামের ওই ব্যক্তিকে ৭৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে র্যাব। এসময় ত্যার কাছ থেকে ২ টি মোবাইল, ২ টি সীমকার্ড ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১২ সিপিসি-৩ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন জানান, দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি মাদক ব্যবসা করে আসছিলো। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।