সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / দুপচাচিয়া / তালোড়া পৌর নির্বাচনে স্বামীর প্রতিপক্ষ সাবেক স্ত্রী

তালোড়া পৌর নির্বাচনে স্বামীর প্রতিপক্ষ সাবেক স্ত্রী

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বামীর প্রতিপক্ষ প্রার্থী হয়েছেন সাবেক স্ত্রী। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। তালোড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার “জগ প্রতীক” ও তার সাবেক স্ত্রী আউলিয়া খন্দকার “ইস্ত্রি প্রতীক” নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয়ভাবে জানা গেছে, তালোড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল জলিল খন্দকার ও আউলিয়া খন্দকার ২০১৯ সালে দীর্ঘ ২২ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। তাদের দুই সন্তান ঢাকায় লেখাপড়া করে। বিচ্ছেদের পর থেকে পৌরসভার লাফাপাড়া মহল্লায় আউলিয়া খন্দকার একটি আশ্রম গড়ে তুলে মায়ের সাথে বসবাস করতে থাকেন।

অপর দিকে আবারও বিয়ে করে সংসার করছেন আব্দুল জলিল। রাজনীতির পাশাপাশি তিনি ধান চাল ও চাতাল ব্যবসার সঙ্গেও জড়িত। ভোটের মাঠে নামা প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী আউলিয়া খন্দকার সন্তানরা বড় হয়েছে, তাই সংসার কিংবা বিচ্ছেদ বিষয়ে কোন কথা বলতে না চাইলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বিষয়ে বলেন, ১৯৮১ সালে তার বাবা প্রয়াত আফতাব উদ্দিন “টেবিল প্রতীকে” রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। রাজনৈতিক পরিবারের মেয়ে বলেই নির্বাচনে অংশগ্রহণ করার সুপ্ত ইচ্ছা তার আগে থেকেই ছিলো। তারই ধারাবাহিকতায় তিনি গত ২০১৩ সালের ৫ মে তালোড়া পৌরসভার প্রথম নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে “কাপ পিরিচ” প্রতীকে মেয়র পদে নির্বাচনে অংশও নিয়েছিলেন। ওই নির্বাচনে পরাজিত হলেও নির্বাচন করার আগ্রহ হারিয়ে ফেলেননি। ওই নির্বাচনে পরাজয়ের কারণগুলো চি‎হ্নিত করেই এবার বিজয়ের আশা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Check Also

ডিজিটাল প্রতারণায় ভাতাভোগীদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন ভাতাভোগীদের ডিজিটাল প্রতারণার মাধ্যমে তাদের ভাতার টাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 8 =

Contact Us